ASANSOLASANSOL-BURNPURधर्म-अध्यात्म

শিল্পাঞ্চলে সাধারণ মানুষ থেকে ভিভিআইপি সবাই ভাইফোঁটা উৎসবে সামিল

বেঙ্গল মিরর, আসানসোল সৌরদীপ্ত সেনগুপ্ত : পশ্চিম বর্ধমানের আসানসোল শিল্পাঞ্চলে সাধারণ মানুষ থেকে শুরু করে ভি ভি আই পি মানুষ সবাই ভাইফোঁটা উৎসবে সামিল হলেন। রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক, তাঁর ভাই অভিজিৎ ঘটক এবং স্নেহাশীষ ঘটক সহ চেলিডাঙ্গায় তাঁর পুরনো বাসভবনে ভাইফোটা উৎসবে অংশগ্রহণ করেন যেখানে তাদের বোনেরা ফোঁটা দেন।

এদিকে আসানসোল কর্পোরেশনের অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের চেয়ারম্যান তথা তৃণমূল জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারি, তার স্ত্রী চৈতালী তিওয়ারি, কন্যা পল্লবী তিওয়ারিকে সঙ্গে করে
ডামরাতে তার পুরনো বাসভবনে ভাইফোঁটা উদযাপন করেন। এলাকার বিভিন্ন অঞ্চল থেকে তাঁর সমর্থকরা এসে তাকে ফোঁটা দেন এবং তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারি তার ভাইকে ভাইফোঁটা দেন। ওইসময় রবিউল ইসলাম, সঞ্জয় সিং, প্রমোদ সিং, যতীন গুপ্ত, আদর্শ শর্মা, সঞ্জয় যাদব প্রমুখ উপস্থিত ছিলেন।

ওদিকে সমাজকর্মী সিকে রেশমা রামকৃষ্ণন ভাইফোঁটা উদযাপন যেখানে সাধারণ মানুষও ভাইফোঁটা উৎসবে মেতে ওঠেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *