ASANSOLASANSOL-BURNPURBARABANI-SALANPUR-CHITTARANJANCOVID 19KULTI-BARAKARLatest

জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ২ জনের

মোট সংক্রমিতের সংখ্যা ১২ হাজারের কাছাকাছি

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :
পশ্চিম বর্ধমান জেলায় করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১২ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে। গত ২৪ ঘন্টার মধ্যে করোনা সংক্রমিত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য দপ্তরের ১৬ ই নভেম্বর প্রকাশিত ১৫ ই নভেম্বর পর্যন্ত আপডেট করা রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় পশ্চিম বর্ধমান জেলায় ২ জন আক্রান্তের মৃত্যু এবং ৬১ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন । আর এর পরেই জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা হয়ে দাঁড়াল ১১৮৮৩ জন। এদিকে জেলায় ৯৪ জন করোনা পজিটিভ রোগী সুস্থ হয়ে উঠেছেন। জেলাতে মোট সক্রিয় আক্রান্ত রোগীর সংখ্যা ৭৫১ জন এবং মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১১,০১৭। জেলায় করোনা আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১১৫।

বেঙ্গল মিরর এর পক্ষ থেকে শিল্পাঞ্চল এর সমস্ত নাগরিক কে আবেদন করা হচ্ছে যে আপনারা এই করোনা পরিস্থিতিতে সাবধান এবং সতর্ক থাকুন। করোনাভাইরাস এখন শহরের অলিতে গলিতে পৌঁছে গিয়েছে। তাই কোনভাবেই যাতে অসাবধানতার বশবর্তী যাতে কেউ না হন। নিয়মিতভাবে যাতে সকল নাগরিক মাস্ক ব্যবহার করেন। নিয়মিতভাবে সাবান দিয়ে হাত ধুতে থাকুন এবং স্যানিটাইজার ব্যবহার করুন। সরকারি স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসনের সমস্ত নির্দেশিকা যেন সকল নাগরিক সঠিকভাবে পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *