কালিপাহাড়িতে শ্বশুর বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার
বেঙ্গল মির, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২২ নভেম্বরঃ শ্বশুর বাড়ি থেকে গলায় দড়ি দেওয়া এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে শনিবার রাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আসানসোল দক্ষিণ থানার কালিপাহাড়ি এলাকায়। মৃত গৃহবধূর নাম অষ্টমী বাউরি (৩৪)।
পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন ধরে অষ্টমী বাউরি মানসিক অবসাদে ভুগছিলেন। শনিবার রাতে বাড়িতে লোকেরা তাকে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। রবিবার সকালে আসানসোল জেলা হাসপাতালে গৃহবধূর মৃতদেহর ময়নাতদন্ত হয়।
মৃতার বাপের বাড়ির তরফে এই ঘটনা নিয়ে পুলিশের কাছে কোন অভিযোগ দায়ের করা হয় নি। পুলিশ এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছে।
প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, মানসিক অবসাদের কারণেই ঐ গৃহবধূ গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন।