এক বছরের শিশু কে মেরে আত্মঘাতী হলেন মা
হিরাপুরের রাধানগরে চিত্রা এলাকায়
বেঙ্গল মিরর,রাজা বন্দোপাধ্যায়, আসানসোলঃ- নিজের শিশু কে বিষ খাইয়ে মেরে নিজে আত্মঘাতী হলেন মা। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কর্মচারী বৌশাখী মাজি। ঘটনাটি ঘটেছে হিরাপুর থানার অন্তর্গত চিত্রা রাধানগর এলাকায়। এখানকার বাসিন্দা অনুপম মাজির স্ত্রী গলায় ফাঁস লাগনো অবস্থায় পরিবারের লোকেরা দেখতে পেয়ে হিরাপুর থানায় খবর দেয়। পুলিশ ও বৈশাখীর ভাই এসে ঘরের দরজা ভেঙ্গে দেখে মেজেতে বাচ্চা টি পরে রয়েছে মৃত অবস্থায় মুখ দিয়ে ফেনা বের হচ্ছে এবং তার মা গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![শিশু কে মেরে আত্মঘাতী মা](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2020/11/Screenshot_20201124-153427_WhatsApp-500x231.jpg)
পুলিশ মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। বৈশাখের শ্বশুরমশাই ধর্মদাস মাজি বলেন, বৌশাখী মাজি অনেক দিন থেকে মানসিক অবসাদে ভুগছিলন। কারণ বাচ্চাটার কানে সমস্যা ছিল। কিছুই শুনতে পাচ্ছিলনা। শরীর খারাপ ছিল, আনেক ভুগছিল, তারপরে কানে শুনতো না বাচ্চাটি, সেই কারণে মানসিক ভাবে ভুগছিল আড্ডার কর্মী বৌশাখী। হিরাপুর পুলিশ ঘটনাস্থল সুইসাইড নোট উদ্ধার করেছে।