পুলিশ হেডকোয়ার্টার্স এর সামনে উৎকর্ষ পার্কের উদ্বোধন
বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত, আসানসোল : আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার অফিসের সামনে বুধবার কর্পোরেশন কর্তৃক নির্মিত উৎকর্ষ পার্কের উদ্বোধন করা হল। আসানসোল কর্পোরেশনের অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারি, পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন, জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাজি যৌথভাবে উদ্যানটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্য পুলিশ কর্মকর্তা ও পৌর আধিকারিকরা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারি বলেন যে আমরা আসানসোলের উন্নয়নের জন্য একটি দল হিসাবে কাজ করছি। করোনার সঙ্কটের সময় আমরা সকলেই একসাথে কাজ করেছি। এর পাশাপাশি এই ধরনের পার্ক জেলা শাসকের বাঙ্গলোর কাছে বানানোর নির্দেশ দেন।