BARABANI-SALANPUR-CHITTARANJANPANDESWAR-ANDAL

ঘরে-ঘরে দেওয়া হবে সংবিধানের বই, জেলায় পালিত হল সংবিধান দিবস

বেঙ্গল মিরর, দীপ রঞ্জন ব্যানার্জি,পান্ডেশ্বর । পান্ডেশ্বর বিধানসভা কেন্দ্রের লাওদোহার গোগলা এলাকায় তৃণমূল কংগ্রেস কর্তৃক সংবিধান দিবস উদযাপিত হল। বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। তার নেতৃত্বে নেতাকর্মীরা বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের ছবিতে মাল্যদান করলেন।


এই অনুষ্ঠানে বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি বলেন যে আজও দেশের বেশিরভাগ মানুষ নিজের অধিকার সম্পর্কে সচেতন নয়। লোকেরা জানে না যে তাদের মৌলিক এবং সাংবিধানিক অধিকারগুলি কী। লোকেরা যদি তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়, তবে তারা তাদের অধিকার সম্পর্কে আওয়াজ তুলতে সক্ষম হবে।বাবাসাহেব যে সংবিধান তৈরি করে আমাদের যে অধিকার দিয়েছেন তা সম্পর্কে জনগণকে সচেতন করার জন্য তৃণমূল কংগ্রেস এই প্রচার শুরু করেছে।

সংবিধানের সাম্যের অধিকার রয়েছে, তবে দেশের বিভিন্ন স্থানে বৈষম্য এখনও রয়েছে। তিনি বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এটাই চান, দরিদ্র ও শ্রমিকরা তাদের অধিকার সম্পর্কে সচেতন হন। পান্ডেশ্বর বিধানসভায় মানুষের মৌলিক ও সাংবিধানিক অধিকারগুলি বিভিন্ন ভাষায় ছাপা হবে এবং ঘরে-ঘরে দেওয়া হবে। যাতে তারা অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে। অন্য়দিকে আর একটি অনুষ্ঠানে বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি পান্ডেশ্বর এলাকায় বাসাহেব ভীমরাও আম্বেদকরের প্রতিমার উদ্বোধন করেন।

বারাবনি ব্লক যুব তৃনমূলের পক্ষ থেকে সংবিধান দিবস পালন
barabani samvidhan diwas

বারাবনি ব্লক যুব তৃনমূলের পক্ষ থেকে আজ সংবিধান দিবস পালন করা হলো দমহানি বাজার বিভিন্ন জায়গার মধ্যে প্রথমে বারাবনি পঞ্চায়েত সমিতির কার্যালয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি তে পরিষ্কার পরিছন্নতা করা হলো তার পরেই মূর্তিতে মালা পরিয়ে ওপাশেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মালা প্রদান করা হয় উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় এছাড়াও উপস্থিত ছিলেন বারাবনি ব্লক যুব তৃনমূলের সভাপতি পার্থসারথি মুখার্জি তৃণমূল নেতা সন্তোষ সিং নরেশ বাউরী প্রমূখ বারাবনি থেকে মনোজ শর্মা রিপোর্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *