করোনায় ২ জনের মৃত্যু, বাবুলের মা, বুম্বা আক্রান্ত
২৪ ঘন্টার মধ্যে ৭৮ জন করোনা সংক্রামিত
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : পশ্চিম বর্ধমান জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে ১২৭৭৩ এ পৌঁছেছে। গত চব্বিশ ঘন্টার মধ্যে করোনা থেকে দু’জন মারা গেছেন।
স্বাস্থ্য দপ্তরের ২৬ শে নভেম্বর প্রকাশিত ২৫ শে নভেম্বর পর্যন্ত আপডেট করা রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় পশ্চিম বর্ধমান জেলায় ২ জন আক্রান্তের মৃত্যু এবং ৭৮ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন । আর এর পরেই জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা হয়ে দাঁড়াল ১২৭৭৩ জন। এদিকে জেলায় গত ২৪ ঘন্টায় ৮৬ জন করোনা পজিটিভ রোগী সুস্থ হয়ে উঠেছেন। জেলাতে মোট সক্রিয় আক্রান্ত রোগীর সংখ্যা ৭৩২ জন এবং মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১১,৯১৭। জেলায় করোনা আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১২৪।
করোনার গ্রাসে বেশ কয়েকজন ভিআইপি :
করোনার গ্রাসে বেশ কয়েকজন ভিআইপি। আসানসোলের সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ের মা দিল্লিতে করোনা সংক্রামিত হয়েছেন, তিনি দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যুব মোর্চা নেতা অরিজিৎ রায় তার সুস্থতার জন্য মা ভবতারিণী মন্দিরে পূজা করেন। এদিকে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস কাউন্সিলের চেয়ারম্যান বুম্বা মুখার্জিও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। তাঁর সমর্থকরা তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করছেন।
বেঙ্গল মিরর এর পক্ষ থেকে শিল্পাঞ্চল এর সমস্ত নাগরিক কে আবেদন করা হচ্ছে যে আপনারা এই করোনা পরিস্থিতিতে সাবধান এবং সতর্ক থাকুন। করোনাভাইরাস এখন শহরের অলিতে গলিতে পৌঁছে গিয়েছে। তাই কোনভাবেই যাতে অসাবধানতার বশবর্তী যাতে কেউ না হন। নিয়মিতভাবে যাতে সকল নাগরিক মাস্ক ব্যবহার করেন। নিয়মিতভাবে সাবান দিয়ে হাত ধুতে থাকুন এবং স্যানিটাইজার ব্যবহার করুন। সরকারি স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসনের সমস্ত নির্দেশিকা যেন সকল নাগরিক সঠিকভাবে পালন করেন