বিধানসভা ভোট কে নিয়ে দেওয়াল লিখন আরম্ভ
বেঙ্গল মিরর, বারাবনি, মনোজ শর্মা: বারাবনি বিজেপি পক্ষ থেকে আজ থেকে 2021 বিধানসভা ভোট কে নিয়ে দেওয়াল লিখন আরম্ভ হল প্রথমেই আরম্ভ হল মাঝিয়ারা গ্রাম থেকে উপস্থিত ছিলেন বারাবনি মন্ডলের সভাপতি সাধন রাউত এছাড়া উপস্থিত ছিলেন সুজিত মন্ডল বিজেপি নেতা সুবল চার রঞ্জিত মুখার্জী এছাড়াও আরো বিজেপির কর্মী-সমর্থকেরা বারাবনি ব্লকের বিজেপির মন্ডল সভাপতি সাধন রাউত জানান এইবারে আমরা বিভিন্ন গ্রামে গঞ্জে কাল থেকে লেখা চালু হয়ে যাচ্ছে খালি আমরা বিজেপির জিএস সিম্বল সিম্বল দিয়েই বিভিন্ন জায়গা দেওয়ালকে বুক করে নিচ্ছে পরে আমরা প্রার্থীর নাম যখন ঘোষণা হবে তখন আমরা প্রার্থীর নাম সে জায়গাটা বসিয়ে দেব।