BABUL কে তৃণমূলে যোগ দেওয়ার আহ্বান জিতেন্দ্রের
বেঙ্গল মিরর, দীপ রঞ্জন ব্যানার্জি, পান্ডেশ্বর : BABUL কে তৃণমূলে যোগ দেওয়ার আহ্বান জিতেন্দ্রের।পান্ডেশ্বর বিধানসভা কেন্দ্রের লাওদোহা ব্লকের হেতেডোবায় কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। পান্ডেশ্বর বিধায়ক সহ তৃণমূল জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারি এই সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন।
সভার মাধ্যমে জিতেন্দ্র তিওয়ারি কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করলেন এবং বললেন যে আজ নরেন্দ্র মোদী সরকার কৃষকদের কে লাঠিপেটা করছে। শীতে তাদের উপরে জল ঢেলে দেওয়া হচ্ছে। কৃষকরা কী ভুল করেছে: কৃষকরা কেবল কেন্দ্রের ভুল নীতির বিরোধিতা করছেন। কেন্দ্রীয় সরকারের নীতির ফলাফল আজ মূল্যবৃদ্ধি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সাধারণ মানুষের পক্ষে আলু কেনাও মুশকিল হয়ে পড়েছে।
তিনি আরও বলেন আমি আসানসোলর সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় কে তৃণমূলে যোগদানের জন্য বলছি, কেন কি ওনার মন্ত্রী হওয়া সত্ত্বেও পরিস্থিতি শোচনীয় হয়ে উঠেছে। দিল্লিতে তাঁকে বাংলার পক্ষে কথা বলতে দেওয়া হয় না। বাংলার কথা বললে তাকে চুপ করে দেওয়া হয়। তাই বাবুল সুপ্রিয় স্বাধীনতার সাথে বাংলার স্বার্থে কাজ করতে হলে তৃণমূলে যোগদান করা উচিত।