পিকআপ ভ্যান ও মোটর সাইকেলে মুখোমুখি সংঘর্ষ,মৃত ১
বেঙ্গল মিরর, মনোজ শর্মা, সালানপুর:-সালানপুর থানার কল্যানেশ্বরী ফাঁড়ির অন্তর্গত দেন্দুয়া বাউরি পাড়ার সামনে মঙ্গলবার সন্ধ্যায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়ে মৃত্যু হয় মোটর সাইকেল চালক।
সূত্র অনুসারে জানা যায় আহত মোটর সাইকেল চালকের নাম শঙ্কর সাউ(৩৮) বনজেমারীর বাসিন্দা।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2020/12/IMG-20201202-WA0003-500x375.jpg)
স্থানীয় সূত্রে জানা যায় দ্রুত গতিতে আসা বেঙ্গল অক্সিজেন কোম্পানির পিকআপ ভ্যানের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় মাথায় গুরুতর আঘাত পেয়ে রাস্তায় পড়ে যায় এবং ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানের চালক পালিয়ে যান।
স্থানীয় মানুষজন কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশকে খবর দেয় ঘটনাস্থলে ছুটে আসেন সালানপুর থানার ভারপ্রাপ্ত অফিসার পবিত্র কুমার গাঙ্গুলি ও কল্যানেশ্বরী ফাঁড়ির ইনচার্জ অমর নাথ দাস সহ আরো পুলিশের দলবল পুলিশ এসে আহত অবস্থায় মোটর সাইকেল চালক শঙ্কর সাউকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়, হাসপাতালে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থলে থেকে মোটর সাইকেল ও পিকআপ ভ্যানটি আটক করেন।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।