আসানসোলে ২ নং জাতীয় সড়কে পথ দূর্ঘটনা,গাড়ির ধাক্কায় মৃত্যু photographer
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৩ ডিসেম্বরঃ বাড়ি থেকে আসানসোলে বাজার করতে আসার পথে গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক মোটরবাইক চালকের। বৃহস্পতিবার সকালে এই ঘটনাটি ঘটেছে আসানসোলের রানিগঞ্জ থানার জেকে নগর মোড়ের কাছে ২ নং জাতীয় সড়কে। পান্ডবেশ্বর থানার পান্ডবেশ্বর সিনেমা রোডের বাসিন্দা মৃত বাইক চালকের নাম মহেন্দ্র সিং (৬০)।
পুলিশ সূত্রে জানা গেছে, মহেন্দ্র সিং একজন পেশাদার ফটোগ্রাফার photographer ছিলেন। এদিন সকালে তিনি মোটরবাইক করে পান্ডবেশ্বর থেকে আসানসোলে বাজার করতে আসছিলেন। সেই সময় রানিগঞ্জ থানার জেকে নগর মোড়ের কাছে একটি গাড়ি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।