ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

আসানসোলে দেখুন বিশাল অজগর কোথায় পাওয়া গেছে

বেঙ্গল মিরর ,বারাবনি, মনোজ শর্মা : আসানসোলে দেখুন বিশাল অজগর । বারাবনি ব্লক বারাবনি গ্রামে আজ বৈকাল চারটে নাগাদ কিছু ছোট ছোট বাচ্চা খেলা করছিল গলিতে সেখানে দেখতে পাই একটি লম্বা অজগর সাপ তার বাড়িতে এসে বসে তারপরে পাড়ার স্থানীয় যুবকরা সাপটিকে ঘিরে রাখে সঙ্গে সঙ্গে বারাবনি থানায় খবর দেয় এবং বারাবনি থানা সরিষা তলী ফরেস্ট ডিপার্টমেন্ট কে খবর দেয় ফরেস্ট ডিপার্টমেন্ট ওই অজগরটি কে বস্তায় বেঁধে তারা নিজের দপ্তরে নিয়ে যায় ফরেস্ট ডিপার্টমেন্ট এর অফিসার অসীম বাউরী জানান লম্বায় প্রায় সাড়ে ছ ফুটের মতো মতো হবে ।

Leave a Reply