ASANSOL

আসানসোল ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন সোমনাথ, পুরো প্যানেলের জয়

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোল ক্লাবে সোমনাথ বিশওয়ালের জয়, প্রতিপক্ষ মনিন্দর কুন্দ্ররা ১৪০ ভোটে পরাজিত। সোমনাথ বিশ্বওয়াল ১৪০ ভোটের বিশাল ব্যবধানে মনিন্দর কুন্দ্রাকে পরাজিত করেন। গুরুচরণ ভররা, অনিল জালানকে সহ-সভাপতির পদে ৮০ ভোটে পরাজিত করেন। অন্যদিকে নিখিলেশ উপাধ্যায়ের মনোনয়ন রদের কারণে শোভন নারায়ণ বসু ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সম্পাদক এবং মুরালি লাল আগরওয়াল কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। একই সাথে কার্যনির্বাহী কমিটিতে সোমনাথ প্যানেলের সমস্ত প্রার্থী জয়লাভ করেছেন।

কার্যনির্বাহী সদস্যদের মধ্যে অঙ্কিত আগরওয়াল, গোপাল আগরওয়াল, তাপস চ্যাটার্জী, শ্রীবর্ধন সরফ, প্রদীপ চঞ্চড়া, নিলয় গাঙ্গুলি, সুনীল সোনকর, জিএস সালুজা, সিএস মুরালি, উমং অগ্রওয়াল নির্বাচিত হয়েছেন। বিজয়ীদের বিনোদ গুপ্ত, নরেশ আগরওয়াল, মুকেশ টোডি , অমরজিৎ সিং ভর্তার, ভগবতী আগরওয়াল প্রমুখ অভিনন্দন জানিয়েছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *