Durgapur ডিএসপির জলাধারে স্নান করতে নেমে তলিয়ে গেলো দুই যুবক,উদ্ধার এক
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, দূর্গাপুর, ৬ ডিসেম্বরঃ পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর পুরনিগমের ৩৬ নং ওয়ার্ডের ওয়াড়িয়া এলাকায় ডিএসপি’র একটি জলধারে স্নান করতে নেমে জলে তলিয়ে যায় দুই যুবক। তাদের নাম অজয় দাস ও বীরু চৌধুরী। শনিবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
সন্ধ্যার পরে এলাকাবাসীরা ঘটনার কথা জানার পরে থানায় খবর দিলে ঘটনাস্থলে ডিটিপিএস ফাঁড়ির পুলিস আসে। পুলিশের উপস্থিতিতে স্থানীয় বাসিন্দারা দুই যুবকের খোঁজে উদ্ধার কাজ শুরু করেন। কিন্তু অন্ধকার নেমে আসায় রাতের পরে উদ্ধার কাজ বন্ধ হয়ে যায় । তলিয়ে যাওয়া দুই যুবককে উদ্ধার করাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রবিবার সকাল থেকে। এলাকার বাসিন্দারা পুলিস ও স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
তারা অভিযোগ করে বলেন , দুই যুবককে খুঁজে বার করার উদ্ধার কাজে চরম গাফিলতি করা হচ্ছে। প্রথমে এলাকার বাসিন্দারা তল্লাশিতে নামেন। অনেক পরে ডিজাস্টার ম্যানেজমেন্টের দল এনে উদ্ধার কাজ শুরু করানো হয় । যদিও পুলিশ তা মানতো চায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে , ওয়াড়িয়া কোলডিপো এলাকার বছর ২২ এর যুবক বীরু চৌধুরী ও বছর ২১ এর যুবক অজয় দাস শনিবার বিকেলে ঐ জলাধারের জলে স্নানে নেমেছিলো। সন্ধ্যায় এলাকার বাসিন্দারা তাদের মোটরবাইক, জামাকাপড় ও দুটি মোবাইল ফোন জলের পাড়ে দেখতে পান৷ কিন্তু দুই যুবকের তারা কোন খোঁজ পাননি। তারা বুঝতে পারেন যে, দুই যুবক জলে স্নান করতে নেমে তলিয়ে গেছে। এর পরেই এলাকার বাসিন্দারা পুলিসে খবর দেয়। শুরু হয় জলে যুবকদের খোঁজে তল্লাশি।
শেষ পর্যন্ত অজয় দাসের মৃতদেহ রবিবার দুপুরের পরে জলাধার থেকে উদ্ধার হয়। সন্ধ্যা পর্যন্ত বীরু চৌধুরীর দেহ উদ্ধার করা যায় নি।