ASANSOLASANSOL-BURNPURBengali News

শহীদ সিআরপিএফের জওয়ানের নামে পার্ক গড়লো পুরনিগম

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১১ ডিসেম্বরঃ ২০১৮ সালের আজকের দিনে ঝাড়খণ্ডের সুকমায় নকশালদের পেতে রাখা ল্যান্ড মাইনে বিস্ফোরণে শহীদ হয়েছিলেন আসানসোলের উষাগ্রামের ইন্দিরা কলোনির বাসিন্দা সিআরপিএফ জওয়ান সঞ্জীত হরিজন। তার স্মৃতিতে আসানসোল পুরনিগমের ৩৯ নং ওয়ার্ডের উষাগ্রামে সেই বীর শহীদের স্মৃতিতে পার্ক গড়লো পুরনিগম কতৃপক্ষ।


শুক্রবার সকালের এক অনুষ্ঠানে সেই পার্কের উদ্বোধন করেন আসানসোল পুরনিগমের পুর প্রশাসক জিতেন্দ্র তেওয়ারি, এসবিএসটিসির চেয়ারম্যান কর্ণেল দীপ্তাংশু চৌধুরী ও আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান বিধায়ক তাপস বন্দোপাধ্যায়।
অনুষ্ঠানে জিতেন্দ্র তেওয়ারি বলেন, শহীদ সঞ্জীত হরিজন সবসময় আমাদের মনে থাকবে।তাকে আমরা কোনদিন ভুলবো না। তাকে শ্রদ্ধা জানাতে ও তার স্মৃতিতে আসানসোল পুরনিগম এই এলাকায় একটা পার্ক তৈরি করলো। এই পার্কের এখন দেখভাল ও রক্ষার দায়িত্ব আপনাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *