ASANSOLKULTI-BARAKAR

রাষ্ট্রীয় সুরক্ষা দিবস পালন করল হিন্দু জাগরণ মঞ্চ

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :
রবিবার বিকেলে আসানসোল বাস স্ট্যান্ড সংলগ্ন মোড়ে “রাষ্ট্রীয় সুরক্ষা দিবস” পালন করল হিন্দু জাগরণ মঞ্চ। এদিকে অনুষ্ঠানকে লক্ষ্য করে পর্যাপ্ত পুলিশি বন্দোবস্ত ছিল।

হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে সংযোজক তথা আসানসোল জেলা আদালতের আইনজীবী পীযূষ কান্তি গোস্বামী বলেন, পার্লামেন্টে ২০০১ সালের ১৩ ই ডিসেম্বর পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠন “জয়স – ই মহম্মদ” এবং লস্কর” – ই – তইবা” এর ৫ জন জঙ্গী পূর্ব প্রস্তুতি নিয়ে আক্রমণ করে। ওই ঘটনায় ভারতের ৮ জন সুরক্ষাকর্মী এবং একজন মালি সহ মোট ৯ জন শহীদ হন। যদিও ওই ঘটনায় ৫ জন জঙ্গিকে খতম করা হয়। তাই ভারতীয় সংসদ ভবনের ওপর এই বর্বরোচিত আক্রমণে নিহত ওই বীর শহীদদের স্মরণ করে প্রতি বছর তাদের পক্ষ “রাষ্ট্রীয় সুরক্ষা দিবস” পালন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আইনজীবী প্রদ্যুম্ন ঘোষ বলেন, “হিন্দুদের ওপর অত্যাচার যুগ যুগ ধরে হয়ে আসছে। বর্তমান সময়ে হিন্দুরা একত্রিত না হলে হিন্দুদের অস্তিত্ব সংকট দেখা দেবে। তাই দেশমাতৃকাকে স্মরণ করে ভারতের সব হিন্দুকে জেগে উঠতে হবে।”ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবারুণ গড়াই,দেবব্রত রায়,সন্দীপ লাহিড়ী,অভিজিৎ রায়,পায়েল রায়,রিতা দাস , শোভা গড়াই, টুটুল পতি প্রমুখ।

অন্যদিকে পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভা অন্তর্গত নিয়ামতপুরে রবিবার সন্ধায় হিন্দু জাগরণ মঞ্চ কুলটি নগরের পক্ষ্যে এক শ্রদ্ধানাজলী সভার আয়োজন করা হয় আজকের দিন অর্থাৎ 13 ডিসেম্বর 2001 সালে জংগী সংগঠন যৌথ অভিযান করে সংসদ ভবনে
২০০১ সালে ১৩ ডিসেম্বর সকালে ঘটেছিল সেই ভয়ঙ্কর ঘটনা।

পাঁচ পাক জঙ্গি সংসদ ভবনে অনুপ্রবেশ করে হামলা চালিয়েছিল। জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন রাজ্যসভার পার্লামেন্ট সিকিউরিটি সার্ভিসের ২ জওয়ান। সিআরপিএফের এক মহিলা কনস্টেবল, এবং দিল্লি পুলিসের ৫ জন শহিদ হয়েছিলেন জঙ্গিদের গুলিতে। যদিও জঙ্গিরা বেশিক্ষণ টিকে থাকতে পারেনি। ৫ জঙ্গিকেই নিকেশ করেছিল জওয়ানরা। আজ এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সহিদ জওয়ানদের শ্রদ্ধানাজলী দেওয়া হয় হিন্দু জাগরণ মঞ্চ কুলটি নগরের পক্ষ্যে ॥

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *