ASANSOLASANSOL-BURNPURBengali NewsLatestNews

সিপিআইএম আসানসোল দক্ষিণ থানার ঘেরাও করল

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : রবিবার পশ্চিম বর্ধমান জেলায় সমস্ত থানা ঘেরাও ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করল সিপিআইএম । আসানসোল দক্ষিণ থানার ঘেরাও কর্মসূচিতে জেলা সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য পার্থ মুখোপাধ্যায় অভিযোগ করেন
“বর্তমান সরকার দুর্নীতিতে পরিপূর্ন।

শিল্পাঞ্চলে একের পর এক তাদের নেতা কর্মী খুন হয়ে গিয়েছেন এই সরকার ক্ষমতায় আসার পর। কিন্তু অভিযুক্তরা খোলা আকাশে ঘুরছে। কোনো ক্ষেত্রে সঠিক বিচার চেয়ে হাইকোর্টে সিবিআই তদন্তের দাবি করা হয়েছে। হত্যা মামলার উদাহরণস্বরূপ নির্গুণ দুবে, অর্পণ মুখার্জি, দিলীপ সরকারের উদাহরণ দেন তিনি। কোনো ক্ষেত্রেই প্রকৃত তদন্ত হয়নি।
এছাড়া “বদলা নয় বদল চাই” স্লোগান দেবার ক্ষমতায় আসার পরই বামফ্রন্টের নিরপরাধ পার্টি কর্মীদের বিভিন্ন কেস দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

কয়লার , লোহা, বালি পাচার, জুয়া সাট্টা, সরকারি জমি দখল বন্ধ করার দাবিতে ও এসএসসি তে রাজ্য সরকারের দুর্নীতির ফলে কয়েক হাজার পরীক্ষার্থীর ভবিষ্যত অনিশ্চিত। রায় বিভিন্ন দাবি নিয়ে আসানসোল বাস স্ট্যান্ড থেকে মিছিল করে এসে আসানসোল দক্ষিণ থানা ঘেরাও করে সিপিআইএম।

এরপর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে ডেপুটেশন দেন রাধাশ্যাম দাস, পার্থ মুখোপাধ্যায়, সত্য চ্যাটার্জী, হেমন্ত সরকার, মৈত্রী দাস।

পুলিশ প্রশাসন নাকের ডগায় অবৈধ পাচার ও অসামাজিক
কার্যকলাপ বন্ধ না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন। সিবিআই যদি সঠিকভাবে তদন্ত করে তাহলে তৃণমূল কংগ্রেসের প্রথম সারির একাধিক নেতা ও পুলিশ প্রশাসনের একাংশ জেল খাটবে।

এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন রাধাশ্যাম দাস, ১ নং এরিয়া কমিটি সেক্রেটারি সত্য চ্যাটার্জী, ২ নং এরিয়া কমিটি সেক্রেটারি হেমন্ত সরকার, মৈত্রী দাস সহ অসংখ্য কর্মীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *