ASANSOLBengali NewsLatest

আজ সন্ধ্যার কলকাতায় পুর মন্ত্রীর সঙ্গে জিতেন্দ্র তেওয়ারির বৈঠক নিয়ে ধোঁয়াশা

সকাল থেকে ব্যস্ত আসানসোল পুরনিগমের অনুষ্ঠানে

বেঙ্গল মিরর,রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১৫ ডিসেম্বরঃ আসানসোল পুরনিগমের পুর প্রশাসক জিতেন্দ্র তেওয়ারির রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে চিঠি দেওয়া নিয়ে সোমবার সকাল থেকে সরগরম ছিলো রাজ্য রাজনীতি। যা নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জিতেন্দ্র তেওয়ারির ফিরহাদ হাকিমের মধ্যে বাকযুদ্ধ চরমে উঠেছিলো। দু’জনেই একে অপরকে নানা কথার মাধ্যমে আক্রমণ করতে ছাড়েননি। সোমবার বিকেলের পরে জানা যায়, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী জিতেন্দ্র তেওয়ারিকে মঙ্গলবার সন্ধ্যা ছটার সময় বৈঠকে ডেকেছেন। মন্ত্রী নাকি জিতেন্দ্র তেওয়ারিকে ফোনও করেছিলেন। জিতেন্দ্র তেওয়ারি নিজে সেই বৈঠকের কথা স্বীকারও করেছিলেন।



তাই মঙ্গলবার সকাল থেকে সেই বৈঠক নিয়ে সরগরম ছিলো আসানসোল। কিন্তু বেলা বারোটা পর্যন্ত জানা যায়নি জিতেন্দ্র তেওয়ারি সন্ধ্যার বৈঠকে যাবেন কিনা। তিনি নিজেও সেই বৈঠকে যাওয়া নিয়ে ধোঁয়াশা করে রেখেছেন। এদিন সকাল এগারোটা থেকে আসানসোল পুরনিগমের রেলপার এলাকায় পরপর তিনটি অনুষ্ঠানে যোগ দেন। সবমিলিয়ে সেই তিনটি অনুষ্ঠানে জিতেন্দ্র তেওয়ারির ঘন্টা দেড়েক থাকার কথা। তারপর তিনি কি করবেন বা কোথায় যাবেন তা জানা যায় নি। জিতেন্দ্র তেওয়ারি নিজেও এদিন সকালে এই নিয়ে বিশেষ কিছু জানাতে চাননি। বলেন, সংবাদ মাধ্যমকে কিছু বলবো না। যা করার দলের নেতাদের সঙ্গে আলোচনা করে করবো।


প্রসঙ্গতঃ, সোমবার জিতেন্দ্র তেওয়ারি পরিষ্কার করে বলেছিলেন তিনি শুধু মমতা বন্দোপাধ্যায়কে চেনেন। আর কাউকে না।
এদিকে রবিবার যে চিঠি জিতেন্দ্র তেওয়ারি পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে লিখেছিলেন তা নিয়ে প্রশাসনিক মহল প্রশ্ন তুলেছে।
আদৌও কি সরকারি কোন চিঠি রবিবার দেওয়া যায়? তাও আবার মেমো নম্বর ছাড়া? কেন না যে চিঠি একজন পুর প্রশাসক পুর প্রশাসক রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রীকে দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *