ASANSOL

আসানসোলে বিশ্ব ফটোগ্রাফি দিবসে আয়োজিত হল প্রদর্শনী

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : শুক্রবার আসানসোলের বিএনআর মোড়ের কাছেই বিদ্যাসাগর আর্ট গ্যালারিতে বিশ্ব ফটোগ্রাফি দিবস উপলক্ষে আসানসোলের স্বনামধন্য ফটোগ্রাফারদের একটি ছবির প্রদর্শনীর আয়োজন করা হয়। এ উপলক্ষে এই ছবির প্রদর্শনীর আয়োজনকারী আলোকচিত্রী গৌর শর্মা জানান, মোবাইল ফোন আসার পর সবাই ফটোগ্রাফি করতে শুরু করেছে।



এমন পরিস্থিতিতে আজ অনেক বড় পরিসরে ফটোগ্রাফি করা হচ্ছে। তিনি বলেন, আজ ফটোগ্রাফি শুধু বিনোদনের মাধ্যম নয়, চিকিৎসা, সায়েন্স ফিকশনসহ সব শাখাতেই ফটোগ্রাফি ব্যবহৃত হয়। তিনি বলেন যে গত চার দশক ধরে তিনি আসানসোলে ফটোগ্রাফি করছেন এবং তিনি আসানসোলের অনেক গুরুত্বপূর্ণ ছবি তুলেছেন।

শিল্পাঞ্চলের ভূমি ধসের অনেক ফটোগ্রাফি তিনি অতীতেও করেছেন। ওই ফটোগ্রাফি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে শৈলেন সরকার, প্রফুল্ল রায় সহ শিল্পাঞ্চলের স্বনামধন্য সাংবাদিক ও আলোকচিত্রীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply