Bengali NewsDURGAPURLatestPolitics

দেখা হবে ১৯শে ডিসেম্বর,বোরো চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা

এই বার্তা দিয়ে দলের সমস্ত পদ আর দুর্গাপুর নগর নিগমের বোরো চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়

বেঙ্গল মিরর, রাজা ব্যানার্জি, দুর্গাপুর: দেখা হবে ১৯শে ডিসেম্বর, এই বার্তা দিয়ে দলের সমস্ত পদ আর দুর্গাপুর নগর নিগমের বোরো চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।

দলের প্রাথমিক সদস্য পদ থেকে শুরু করে পশ্চিম বর্ধমান জেলার অন্যতম সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিলেন চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। একই সাথে দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বোরো চেয়ারম্যানের পদ থেকেও পদত্যাগ করলেন চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা করলেন চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।

সাংবাদিক সম্মেলনের জায়গা থেকেই পিকের আই প্যাক আর পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে সুর চড়ালেন চন্দ্রশেখর বাবু, বললেন কি জামা পড়বো আর কি রঙের জামা পড়বো সেটাও আই প্যাক ঠিক করে দিচ্ছে, আর কলকাতায় বসে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম পাকিস্তানের এজেন্টের মতো কাজ করে চলেছে, ভুল বোঝাচ্ছে নেত্রীকে, এটা মেনে নিতে পারব না তাই বাধ্য হয়ে দল আর বোরো চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলাম বলে চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান।

এখানেই থেমে না থেকে পদত্যাগী তৃণমূল নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, গরু বালি লোহা কয়লা এমনকি ব্লক সভাপতি হতে গেলেও টাকার খেলা চলছে এই অন্যায়ের সাথে চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় আপোষ করতে পারবে না তার থেকে সম্মানের সাথে সব ছেড়ে দেওয়াটা ভালো বলে ইস্তফা দিলাম বলেও চন্দ্যশেখর বন্দ্যোপাধ্যায় জানান। দল ও বোরো চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়ে মিষ্টি খাওয়ানো হয় সবাইকে। শেষে চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বার্তা দিলেন দেখা হবে ১৯শে ডিসেম্বর, দাদা যে পথে হাটবে সেই পথে হাটবে চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ও, মানুষের পাশে থেকে কাজ করবো এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হয়না বলেও জানালেন চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *