মিনিবাসের ধাক্কায় মৃত্যু ১ যুবকের, ভাঙ্গচুর
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১৯ ডিসেম্বরঃ আসানসোলের জিটি রোডে সাতসকালে পথ দূর্ঘটনা। শনিবার সকালে আসানসোল দক্ষিণ থানার সাতাইশা মোড়ের কাছে এই ঘটনাটি ঘটে। মৃত্যু হয় এক যুবকের। আহত হয় আরো একজন। কুলটি থানার বরাকর থেকে আসানসোলের দিকে আসা একটি মিনিবাস জিটি রোডের সাতাইশা মোড়ে ধাক্কা মারে সাতাইশা গ্রামের বাসিন্দা ২১ বছরের নীরজ সাউ (২১) ও সনু সাউকে (১৯)। আহত অবস্থায় দুজনকে জেলা হাসপাতালে নিয়ে আসা হলে নীরজকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। সনু সাউকে আহত অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে নীরজ সাউ ও সনু সাউ সাতাইশা মোড়ে মোটরবাইক দাঁড় করিয়েছিলো পরিচিত ব্যাক্তির সঙ্গে কথা বলার জন্য। সেই সময় পেছনের দিক থেকে আসানসোলের দিকে যাওয়া মিনিবাস এসে তাদের ধাক্কা মারে। তাতেই দুজনই আহত হয়। পরে খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে আসে। আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে নিয়ে যায় । দূর্ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা ঘাতক বাসটিতে ভাঙ্গচুর করে। তারা ক্ষতিপূরণের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। যার জন্য জিটি রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। আসানসোল দক্ষিণ থানার পুলিশ বিক্ষোভকারীদের বুঝিয়ে অবস্থা নিয়ন্ত্রণে আনে ও অবরোধ তুলে দেয়। পুলিশ মিনিবাসকে আটক করেছে। বলে চালক পালিয়ে যায়।