ইসিএলের সালানপুর এরিয়ায় কোলিয়ারির ওভার বার্ডেনে আগুন, এলাকায় আতঙ্ক
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২২ ডিসেম্বরঃ আসানসোলের ইসিএলের সালানপুর এরিয়ার সংগ্রামগড় কোলিয়ারির পরিত্যক্ত ওভার বার্ডেন ( কয়লা মেশানো বালি পাথর। যা কোলিয়ারির ভেতর থেকে পাওয়া যায়) এলাকায় মঙ্গলবার সকাল থেকে আচমকা আবার নতুন করে আগুন দেখা দেয়। কাছাকাছি শুকনো গাছ ও ঘাস থাকায় দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। সেই আগুন দূর থেকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন সামডি এলাকার বাসিন্দারা।
এলাকার বাসিন্দা সমাজকর্মী গৌরাঙ্গ তেওয়ারি বলেন, আমরা আগুন দেখেই আমাদের সেই আগের ভয়ঙ্কর দৃশ্য মনে পড়ে যায়। আগে যে মাটির নিচ থেকে ভয়ংকর আগুন বেরোচ্ছিল এটা কি তার পুনরাবৃত্তি। তখন এই এলাকায় নতুন করে ধস হয়েছিল। আগুন দেখে৷ সঙ্গে সঙ্গে বিষয়টি আমরা পঞ্চায়েত প্রধানকে জানাই। সামডির পঞ্চায়েত প্রধান জনার্দন মন্ডল বলেন, আমি ইসিএল কর্তৃপক্ষর সঙ্গে যোগাযোগ করি। পরে ইসিএল কর্তৃপক্ষ জলের একাধিক বার ট্যাংকার পাঠিয়ে আগুন নেভায়। কিন্তু সেই এলাকা থেকে ধোঁয়া বার হতে দেখা যাচ্ছে।
ঠিক যে জায়গায় আগুন লেগেছিল তার অদূরে থাকেন আইসিডিএসের কর্মী অর্চনা মাজি। তিনি বলেন, এর আগেও আগুন লাগার পরে ধস হয়।এলাকায় ফাটল হয়। গোটা একটা পুকুর তলিয়ে যাওয়া সবই দেখেছি। তারপর বেশ কিছুদিন ধরে মাটি দিয়ে আগুন চেপে রাখা হয়েছিল। এদিন আবার নতুন করে মাটি ও পাথরের উপরে ওভারবার্ডেন এলাকায় আগুন দেখে বুঝতে পারছি, এই আগুন পরিত্যক্ত খনির নিচে থেকে উঠছে।
এলাকার বাসিন্দারা বলেন, এলাকায় আগুন দেখলেই মনে হয় আবার বড় বিপদ সামনে ।আবার হয়তো ধস নামবে।
অন্যদিকে, ইসিএলের ঐ কোলিয়ারি ম্যানেজার প্রভাত কুমার বলেন, আমাদের কাছে আগুনের খবর আসার পর আমরা সেই আগুন নেভানোর জন্য জলের একাধিক ট্যাঙ্কার পাঠাই। জল স্প্রে করে আগুন নেভানো হয়েছে। এরপরেও যদি আরো আগুন কোথাও দেখা যায় সেক্ষেত্রে আমরাই আগুন নেভানোর ব্যবস্থা করবো।