RANIGANJ-JAMURIA

রানীগঞ্জের বঙ্গভবনের কেয়ারটেকারের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : রানীগঞ্জের সি আর রোডে অবস্থিত বঙ্গভবনের পুরনো রায় সাহেব স্কুলের এক বিল্ডিংয়ে বঙ্গভবনের কেয়ারটেকারের ঝুলন্ত দেহ লক্ষ্য করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃত ওই বছর ৬৫ র ব্যক্তি রানীগঞ্জের ডালপট্টি এলাকার বাসিন্দা শিব শংকর রুজ, বঙ্গভবনের অফিস ঘরে একটি সুইসাইড নোট লিখে গেছেন বলেই দাবি। আর সেই নোট দেখে বঙ্গভবনের অন্য কর্মীরা খোজ তল্লাশি চালাতেই স্কুল ঘরের সিলিং ফ্যানে শিবশঙ্কর রুজের ঝুলন্ত দেহ লক্ষ্য করেন।

পরে ঘটনার খবর রানীগঞ্জ থানার পুলিশকে দেওয়া হলে পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করেন। আর ওই সুইসাইড নোটটিও বাজেয়াপ্ত করে পুলিশ। ওই সুইসাইড নোটে বেশ কয়েকজনের বিরুদ্ধেই নির্যাতনের অভিযোগ তুলেছেন ওই ব্যক্তি বলেই জানা গেছে।

Leave a Reply