গরু পাচারের মামলা : আসানসোল আদালত চত্বরে মেজাজ হারালো ধৃত এনামুল হক
দূর্ব্যবহার সিবিআইয়ের অফিসারের সঙ্গেও, জামিন নাকচ, পরবর্তী শুনানি ৩০ ডিসেম্বর
বেঙ্গল মিরর,রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২৪ ডিসেম্বরঃ আসানসোল আদালতে এসে বৃহস্পতিবার মেজাজ হারালেন গরু পাচারের মামলা অন্যতম অভিযুক্ত ধৃত এনামূল হক। এদিন সকালে সিবিআই অফিসারেরা যখন তাকে গাড়ি থেকে নামিয়ে হাত ধরে আদালতে নিয়ে যাচ্ছিলেন তখন তিনি বেশ উত্তেজিত হয়ে হাত ছাড়িয়ে নেন। সিবিআইয়ের অফিসারদের উদ্দেশ্যে ধমক দিয়ে হিন্দিতে বলেন, “ পকরিয়ে মত, “ পকরিয়ে মত ! মিডিয়াকা সামনে যাদা দিখা রাহে হো” ? চিৎকার করে আরো বলেন, মিডিয়ার সামনে বেশি দেখাচ্ছেন ? এরপর নিজেই এনামুল আদালতের ভেতর ঢুকে পড়েন। তবে আদালতে ঢোকার ঠিক মুখে ক্যামেরায় তার ছবি তুলতে যাওয়া চিত্র সাংবাদিকদেরও দিকেও মারতে উদ্যোত হন এনামূল। সেই সময় ছবি তুলতে আসা এক চিত্র সাংবাদিককে এনামুল কনুই দিয়ে ধাক্কা মারে ।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![enamul haque](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2020/12/enamul-500x281.jpg)
আগামী ৩০ ডিসেম্বর আবার এই মামলার শুনানির দিন ধার্য্য করা হয়েছে
তবে এদিন এনামূলকে আসানসোলে বিশেষ সিবিআই আদালতে তোলা হলেও শুনানি হয়নি। আসানসোল আদালতের এক আইনজীবির মৃত্যুর কারণে বৃহস্পতিবার সব এজলাসে সমস্ত শুনানি স্থগিত হয়ে যায়। ফলে গরু পাচার কাণ্ডে ধৃত এনামূল হককে আসানসোলে সিবিআই বিশেষ আদালতে তোলা হলেও শুনানি হয়নি এদিন। আগামী ৩০ ডিসেম্বর আবার এই মামলার শুনানির দিন ধার্য্য করা হয়েছে। সিবিআই আদালতের বিচারক জয়শ্রী বন্দ্যোপাধ্যায় দুপক্ষের আইনজীবির সঙ্গে কথা বলে রায় দেন, ততদিন পর্যন্ত জেল হেফাজতে থাকবে এনামূল। এদিন এনামুল হকের আইনজীবী হিসাবে ছিলেন ফারুক রাজ্জাক ও শেখর কুন্ডু অন্যদিকে সিবিআইয়ের আইনজীবী হিসাবে ছিলেন রাকেশ সিং।
প্রসঙ্গতঃ, গত ১১ ডিসেম্বর এনামূল হক আসানসোলের সিবিআই আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেছিলো। সেদিন সিবিআইয়ের আইনজীবী তাকে রিমান্ডে নেওয়ার জন্য বিচারকের কাছে সওয়াল করেছিলেন। কিন্তু বিচারক সেই আবেদন খারিজ করে ও জামিন নাকচ করে তাকে ১৪ দিনের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন । তবে জেল হেফাজতে থাকা এনামূলকে নিজেদের হেফাজতে চেয়ে সিবিআই কলকাতা হাইকোর্টে একটি আবেদন দায়ের করেছিলো।
সিবিআইয়ের সেই আবেদনের ভিত্তিতে গত বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলার রায়ে সিবিআইকে ১৯ ডিসেম্বর থেকে ৫ দিন হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেইমতো গত শনিবার সকালে সিবিআইয়ের একটি দল কলকাতা থেকে আসানসোল বিশেষ সংশোধনাগারে আসে। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী সিআরপিএফের সাহায্যে সিবিআই অফিসাররা এনামূলকে কলকাতা নিয়ে যান। ৫ দিনের রিমান্ড শেষে হাইকোর্টের নির্দেশ মেনে এদিন তাকে আসানসোল বিশেষ সিবিআই আদালতে হাজির করা হয়।
আসানসোল জেল হাজতে থাকাকালীনও মেজাজ হারিয়েছিল বলে জানা গেছে
তবে এই প্রথম নয়, এনামূল আসানসোল জেল হাজতে থাকাকালীনও মেজাজ হারিয়েছিল বলে জানা গেছে । এরআগে সিবিআইয়ের দুই অফিসার সিবিআইয়ের বিশেষ আদালতের অনুমতি নিয়ে যখন জিজ্ঞাসাবাদ করতে এসেছিলেন সেই সময় সেই অফিসারদের সঙ্গেও দু্র্ব্যবহার করেছিল এনামূল। জিজ্ঞাসাবাদের সময় এনামুল তাদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে যথেষ্ট উত্তেজিত হয়ে পড়েছিল বলে সিবিআই সূত্রে জানা গেছে। এদিনও একইভাবে আদালত চত্বরে দেখা যায় যথেষ্ট উত্তেজিত রয়েছে গরু পাচার মামলায় অন্যতম এনামূল হক।