দেবাশীষ ঘটকের ১৪ তম মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন কর্মসূচির আয়োজন
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায় : দেবাশীষ ঘটকের ১৪ তম মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন কর্মসূচির আয়োজন। দেবাশীষ ঘটকের
মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে রবিবার মানুষের সমাগম হয়। রবিবার দেবশীষ ঘটক ফাউন্ডেশন কর্তৃক দেবাশীষ ঘটকের ১৪ তম মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরু হয় প্রভাত ফেরির মাধ্যমে। হাজার হাজার মানুষ তৃণমূল জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ ঘটকের নেতৃত্বে অংশ নিয়েছিলেন। প্রভাত ফেরি দেবাশীষ ঘটকের মূর্তির সামনে দিয়ে চেলিডাঙা ও আশেপাশের অঞ্চলগুলির চারদিকে ঘোরে। মন্ত্রী মলয় ঘটক, অভিজিৎ ঘটক সহ বিপুল সংখ্যক মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।




এখানে সর্বধর্ম সভার আয়োজন করা হয়েছিল। এর পরে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই উপলক্ষে সমাজসেবিকা সুদেষ্ণা ঘটক, মহুয়া ঘটক, রক্তদান আন্দোলনের প্রবীর ধর, তৃণমূল ব্লক সভাপতি গুরুদাস চ্যাটার্জি( রকেট), প্রাক্তন কাউন্সিলর ববিতা দাস ও সুবর্ণা রায়, যুব তৃণমূল জেলা সভাপতি রূপেশ যাদব, পিন্টু কর্মকার, দেবেন্দ্র বেদী, শাহীন ইকবাল, আবু কৌনাইন, শিক্ষক নেতা মুকেশ ঝা, শেখ শানদার,প্রবোধ রায়, লক্ষণ ঠাকুর, বাবু রায়, আবু কর্ণাইন, বিমল জালান, মনোজ রজক সহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
