Bengali NewsPANDESWAR-ANDAL

গণধর্ষণ ,গ্রেপ্তার তিন, এলাকায় উত্তেজনা

বেঙ্গল মিরর, দীপ রঞ্জন ব্যানার্জি, পাণ্ডবেশ্বর : গণধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ও উত্তেজনা ছড়াল এলাকায় । শনিবার রাত্রি আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বরের এবিপিট সংলগ্ন জামাই পাড়া এলাকায় । ঘটনায় জড়িত তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।


স্থানীয় সূত্রে জানা গেছে ,শনিবার রাত্রি আটটা নাগাদ জামাই পাড়া এলাকায় বছর ১৩ এক কিশোরী গণধর্ষণের শিকার হয় । একটা পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় আক্রান্ত কিশোরীকে । কিশোরীর বাড়ির কাছাকাছি ধর্ষণের ঘটনাটি ঘটে । প্রত্যক্ষদর্শী এক প্রতিবেশী যুবক ঘটনাটি পাড়ার বাসিন্দা জানান । প্রতিবেশীরা জড়ো হতেই কিশোরীকে ফেলে গেছে অভিযুক্ত যুবকরা পালিয়ে যায় । পাণ্ডবেশ্বর থানার পুলিশ এসে রসূল পাশওয়ান, বিশাল রুইদাস, মোহাম্মদ সাইদ নামে তিন অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে । বছর কুড়ি- একুশ বয়স এর অভিযুক্তরা প্রত্যেকেই আক্রান্ত কিশোরীর প্রতিবেশী ও পরিচিত বলে স্থানীয় রা জানান । অভিযুক্তদের আজ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় । অভিযুক্তদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর । এদিকে ঘটনার তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । অভিযুক্তদের দৃষ্টি মূলক শাস্তির দাবিতে সরব হয়েছে প্রতিবেশীরা ।

Leave a Reply