বারাবনিতে স্বাস্থ্য সাথী কার্ড বিতরণ
বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি : বারাবনি ব্লকের
বারাবনি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে কয়েকদিন আগে থেকে যেসব মহিলা পুরুষ স্বাস্থ্য সাথীর কার্ড করিয়েছিলেন তাদের হাতে কার্ড তুলে দেয়া হচ্ছে স্বাস্থ্য সাথী এবং সকাল থেকে তারা লাইনে দাঁড়িয়ে বারাবনি পঞ্চায়েত অফিসে কার্যালয়ের সামনে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে তারা নিজের নিজের আঙুলের ছবি আর নিজের ছবি তুলিয়ে তারা নিজের কার্ড নিয়ে যাচ্ছেন এই প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম বারাবনি পঞ্চায়েতের প্রধান নরেশ বাউরির সঙ্গে উনি বললেন 31 ডিসেম্বর পর্যন্ত আমরা এই কাজগুলো বিলি করব পরে আবার জানুয়ারি মাসে দুটো ডেট আছে আমাদের 5 তারিখ আর 19 তারিখ আছে জানুয়ারি মাসে সেগুলো আমরা তাদের জমা হওয়ার পরে পরে আবার দেয়া হবে
এখন অব্দি প্রায়ই স্বাস্থ্য বীমার প্রায় 26 হাজার মত ফরম জমা পড়েছে।



