পানীয় জলের দাবিতে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায় : আসানসোল কুলটিতে পানীয় জলের দাবিতে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয়রা।এদিন কুলটির কলেজ মোড়ে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখালো এলাকার মহিলা ও পুরুষেরা।প্ল্যাকার্ড হাতে নিয়ে রাস্তার উপর বসে বিখোভে সামিল হয়েছে।বিখোভকারীদের অভিযোগ এলাকায় কয়েকদিন ধরে ঠিকমতো জল পাওয়া যাচ্ছে না।তাই এদিন এলাকার মানুষেরা পথ অবরোধ করে বিখোভ দেখায়।তাদের দাবি অবিলম্বে পানীয় জলের ব্যবস্থা করতে হবে।দীর্ঘক্ষন পথ অবরোধ চলার পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।
এই খবর পড়ূন ঃ আসনসোল পূরসভা পেলো স্কচ অ্য়ওয়ার্ড