Bengali NewsPANDESWAR-ANDAL

জেলা বিজেপির মহিলা মোর্চার পান্ডবেশ্বর থানায় বিক্ষোভ, স্মারকলিপি

পান্ডবেশ্বরে নাবালিকাকে গণধর্ষণের ঘটনা

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়, পান্ডবেশ্বর , ২৯ ডিসেম্বরঃ দিন তিনেক আগে পান্ডবেশ্বর থানার জামাই পাড়া এলাকায় এক নাবালিকাকে এলাকার তিনজন যুবক পরিত্যক্ত একটা ঘরে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ উঠে । সেই ঘটনায় পান্ডবেশ্বর থানার পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে ।
সেই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।


মঙ্গলবার সকালে আসানসোল জেলা বিজেপির মহিলা মোর্চার সদস্যরা নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলতে পান্ডবেশ্বরে আসেন। নেতৃত্বে ছিলেন জেলা মহিলা মোর্চার সভানেত্রী পাপিয়া পাল। তারা নির্যাতিতার বাড়ি থেকে পান্ডবেশ্বর থানায় গিয়ে দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব হন। তারা থানার গেটের সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন । এই ঘটনাকে কেন্দ্র করে থানা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিছুক্ষন পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় মহিলা মোর্চা।

পুলিশকে মহিলা মোর্চার পক্ষ থেকে একটি স্মারক লিপিও দেওয়া হয়। এই সম্পর্কে জেলা মহিলা মোর্চার সভানেত্রী পাপিয়া পাল বলেন, রাজ্যের কোথাও শিশু, নাবালিকা থেকে মহিলা কারোরই কোন নিরাপত্তা নেই। বলতে গেলে প্রতিদিনই রাজ্যের কোথাও না কোথাও মহিলাদের উপরে শারীরিক নির্যাতনের ঘটনা ঘটছে। এদিন অন্যান্যদের মধ্যে ছিলেন মহিলা মোর্চার জেলা সহ সভানেত্রী সোনালি গিরি ও সুশ্চিস্মিতা পান্ডে, সাধারণ সম্পাদক পারমিতা পট্টনায়েক, লিগ্যাল সেলের কনভেনার মোনালিসা শিকদার, পান্ডবেশ্বর মন্ডল ১ এর সভাপতি নয়ন রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *