Bengali NewsWest Bengal

৭৩ বছর ধরে ব্রিটিশ আমল থেকে ১৫ দিন বন্ধ থাকা কলকাতা ময়দানের পুনরায় খোলার দাবি জানিয়ে প্রতিরক্ষা মন্ত্রী কে চিঠি দিলেন বাবুল সুপ্রিয়

বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য,আসানসোল :পুরনো ব্রিটিশ আমলের আইনের কারণে কলকাতা ময়দানে প্রতি বছর ১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ১৫ দিন বন্ধ করে রাখা হয়।ফলে এই সময় খেলাধুলা থেকে শুরু করে স্পোর্টস বা অন্যান্য কোন কিছু এমনকি যারা মনে করবেন এখানে প্রাতঃভ্রমণ এর জন্য হাঁটাচলা করবেন তাদেরও অনুমতি দেয়া হয় না ।গত ৭৩ বছর ধরে এই নিয়ম চলে আসছে ।

আসানসোলের সাংসদ ও কেন্দ্রীয় বন এবং পরিবেশ দপ্তরের প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় কাছে এমন অভিযোগ বিভিন্ন বিশিষ্ট খেলোয়াড়দের পক্ষ থেকে এবং ক্লাব গুলির  ও বিশিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আবেদন করা হয়েছিল । সেই আবেদনের পর বাবুল সুপ্রিয় জানতে পারেন এই ময়দানের নিয়ন্ত্রণের ও দেখভালের দায়িত্বে রয়েছে সেনাবাহিনী ।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাথে দেখা করে এক চিঠি দেন

কিন্তু তারা এই বিষয়ে অনুমতি দিতে পারেন না। আর এই ময়দানের মালিকানা হচ্ছে প্রতিরক্ষামন্ত্রক। বিষয়টি নিয়ে তিনি গত ২৮শে ডিসেম্বর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাথে দেখা করে এক চিঠি দেন। এই চিঠিতে বাবুল সুপ্রিয় আবেদন করেন পুরনো ব্রিটিশ আমল থেকে কলকাতা ময়দানে প্রতি বছর ১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত বন্ধ করে রেখে দেওয়া হয়। এখানে কাউকেই কোনোভাবেই ঢোকার অনুমতি দেয়া হয় না। ৭৩ বছর ধরে এই ব্যবস্থা চালু আছে।

ওই চিঠিতে তিনি লেখেন এই মাঠেই ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান স্পোর্টিং এর মত ক্লাব রয়েছে । অক্টোবর মাসের প্রথম পনেরো দিন এইসব ক্লাব   ময়দানে কিছুই করতে পারেন না। একাধিক সংস্থা ও  ঐসব ক্লাবের তরফে  বা প্রখ্যাত খেলোয়াড়রা ফোর্ট উইলিয়াম কর্তৃপক্ষের কাছে গিয়ে আগে বহুবার আবেদন করেছেন। যাতে ওই পনের দিন মাঠ বন্ধ রাখা  তুলে দেওয়া হয় এবং সবাই যাতে ঢুকতে পারে। কিন্তু সেই আবেদনে ফোর্ট উইলিয়াম কর্তৃপক্ষ সাড়া দেননি। তারা জানান এই বিষয়ে কোনও আইন বদলাতে হলে তা প্রতিরক্ষা মন্ত্রক করবে। 

 বাবুল শুক্রবার সকালে এই প্রতিবেদককে জানান  কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কে চিঠি দেওয়ার আগে মৌখিকভাবে বিষয়টি তাকে জানিয়ে ছিলেন এবং চিঠিতে তিনি সে কথা প্রথমেই উল্লেখ করেছেন। বাবুল বলেন কেন এটা বন্ধ রাখা আছে তার কোন ব্যাখ্যাও কিন্তু ওই সব খেলোয়াড়দের কাছে নেই। আমাকে এই নিয়ে অনেকেই বারবার বলেছেন।

যেহেতু তিয়াত্তর বছরের পুরনো অর্থাৎ স্বাধীনতার আগে থেকেই এই নিয়ম চালু আছে তাই সেই আইনটি বদলাতে পারবেন একমাত্র প্রতিরক্ষামন্ত্রী । এই কাজ করতে ছয়-সাত মাস সময় লেগে যাবে। সেজন্য আগে থেকেই তিনি প্রতিরক্ষা মন্ত্রী কে বিষয়টি জানালেন। চিঠি দেওয়ার আগে অবশ্য এ নিয়ে প্রতিরক্ষা মন্ত্রীর সাথে আমার কথা হয়েছে বলে তিনি জানান।

২০২১  এই সমস্যার সমাধান হয়ে যাবে বলে  বাবুল আশা করেন

এছাড়াও তিনি বলেন শুধু খেলাধুলা নয়, বহু মানুষ ওখানে ওই সময় প্রাতঃভ্রমণ করতে যান এবং এটা দুর্গা পুজোর সময় প্রায় পড়ে।  স্বাভাবিকভাবেই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিরক্ষামন্ত্রী তাকে আশ্বাস দিয়েছেন তিনি বিষয়টি নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেবেন। ২০২১ এর অক্টোবর থেকে এই দীর্ঘ ৭৩ বছর ধরে মাঠের মধ্যে থাকা ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের ও ১৫ দিন সব কাজ বন্ধ রাখার বিষয়ে তাও কিন্তু আর হয়তো করতে হবে না। ২০২১  এই সমস্যার সমাধান হয়ে যাবে বলে  বাবুল আশা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *