গরহাজির বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি, বিজেপিকে রুখতে বাংলার মহিলারাই যথেষ্ট, পান্ডবেশ্বরের সভা থেকে বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, পাণ্ডবেশ্বর, ২ জানুয়ারিঃ বিজেপির নেতারা যারা বাংলায় আসছেন তারা সবাই বহিরাগত। তারা বাংলার সংস্কৃতি জানেনা। এদের রুখতে বাংলার মহিলারাই যথেষ্ট। শনিবার পশ্চিম বর্ধমান জেলার দূর্গাপুর মহুকুমার পান্ডবেশ্বর বিধানসভায় দলের মহিলা শাখার সাংগঠনিক সভায় যোগ দিয়ে কেন্দ্রের শাসক দল বিজেপিকে এমনভাবেই কটাক্ষ করলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ।
পশ্চিম বর্ধমান জেলা তৃনমুল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে শনিবার পাণ্ডবেশ্বরের এরিয়া গেস্ট হাউস ময়দানে দূর্গাপুর মহুকুমার সাংগঠনিক সভা হয় । সেই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী তথা তৃনমুল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়াও ছিলেন পাণ্ডবেশ্বর ব্লকের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা কো-অর্ডিনেটর শ্রমিক নেতা হরেরাম সিং, মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী মিনতি হাজরা, লক্ষ্মী ঘোষ, যুব তৃণমূল জেলা সভাপতি রুপেশ যাদব সহ অন্যরা ।
গত দুদিন ধরে দলের কর্মসূচিতে অংশ নিলেও এদিনের সভায় নজিরবিহীনভাবে অনুপস্থিত ছিলেন দলের স্থানীয় বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি ।
যদিও মহিলা শাখার তরফে তাকে আমন্ত্রণ জানানোই হয়নি। সভার জন্য যে কার্ড ছাপা হয়, তাতে জিতেন্দ্র তেওয়ারির নামও ছিলোনা। এদিনের সভার বক্তৃতায় কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্য বিজেপি বিরুদ্ধে সমালোচনায় সরব হন চন্দ্রিমা ভট্টাচার্য । তিনি বলেন, বিজেপির নেতারা নিজেদেরকে দেশভক্ত বলে দাবি করেন। অথচ দেশের অন্নদাতা কৃষকদের পেটে লাথি মারতে তাদের দলের কেন্দ্র সরকারই নয়া কৃষি বিল ও আইন এনেছে । কর্পোরেট সংস্থাগুলির মুনাফার স্বার্থেই বিজেপি সরকার এই বিল এনেছে । কৃষকদের আন্দোলনের পাশে তৃণমূল কংগ্রেস রয়েছে এই বার্তা দেওয়ার পাশাপাশি অবিলম্বে কৃষি বিল বাতিল করার দাবি জানান তিনি ।
বাংলা দখল এত সহজ নয়
তিনি বলেন, বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতারা হুঁশিয়ারি দিচ্ছেন তারা নাকি এবার বাংলা দখল করবেন । বাংলা দখল এত সহজ নয়। মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে সরকার বাংলায় রয়েছে। আগামী দিনেও সেই সরকার থাকবে । বিজেপি বাংলার সংস্কৃতির কিছু জানে না । এরা বহিরাগত দল । বাংলার মাটিতে এদের কোন জায়গা নেই । বিজেপিকে আটকাতে বাংলার মহিলারাই যথেষ্ট বলে মনে করেন চন্দ্রিমা ভট্টাচার্য।
এদিনের মহিলা সংগঠনের সভায় অনুপস্থিত থাকা দলেরই বিধায়ক জিতেন্দ্র তেওয়ারিকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে । এই প্রসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, আমন্ত্রণপত্রে কার নাম আছে, কার নাম নেই সেটা বড় কথা নয় । দলের অনুষ্ঠানে সবাই স্বাগত। যে কেউ আসতে পারেন।
প্রসঙ্গতঃ, দিন দুয়েক আগেই জিতেন্দ্র তেওয়ারির কার্ডে নাম থাকা নিয়ে জেলা সভানেত্রী বলেছিলেন, রাজ্য নেতাদের কথা মতো কাজ করা হয়েছে।