সালানপুরে পুকুরের জলে ডুবে শিশুর মৃত্যু
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৩ জানুয়ারিঃ বাড়ির অদূরে মায়ের সঙ্গে গিয়ে পুকুরের জলে ডুবে মৃত্যু হলো আড়াই বছরের এক শিশুর। রবিবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আসানসোলের সালানপুর থানার বড়াভুঁইয়ে। মৃত শিশুর নাম অয়ন হাঁসদা।
পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে অয়ন হাঁসদা মায়ের সঙ্গে বাড়ির অদূরে পুকুরে যায়। মা তাকে পাড়ে বসিয়ে পুকুরে নেমে বাসন মাজার কাজ করছিলো। আচমকাই অয়ন খেলতে খেলতে পুকুরের জলে পড়ে যায়।
মা তা দেখতে পেয়ে চিৎকার করে আশপাশের লোকেদের ডাকেন। তারা দৌড়ে আসেন। পরে অয়নকে পুকুরের জল থেকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাঁর বলে ঘোষণা করেন।
এদিন দুপুরে আসানসোল জেলা হাসপাতালে শিশুর মৃতদেহর ময়নাতদন্ত হয়। পুলিশ জানায়, অসাবধানতার জন্যই এই ঘটনা ঘটেছে।