জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ
বেঙ্গল মিরর, দীপ রন্জন ব্য়নার্জি, রানীগঞ্জঃ রাণীগঞ্জ বল্লভপুর সাহেবগঞ্জ মোড়ে 60 নম্বর জাতীয় সড়কে বুধবার বিজেপির 4 নম্বর শাখার আসানসোল দক্ষিণ গ্রামের মন্ডলের পক্ষ থেকে বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জির ওপর রবিবার রাত্রে দুষ্কৃতীরা অতর্কিত গুলি চালানোর বিরোধিতা করে ঘটনায় যুক্ত থাকা দুষ্কৃতীদের 24 ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথ অবরোধ কর্মসূচিতে শামিল হয় বিজেপির কর্মী-সমর্থকেরা। মঙ্গলবার তারা বেলা তিনটে থেকে সাড়ে তিনটে পর্যন্ত জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ কর্মসূচি চালায় পরে পুলিশ প্রশাসন বিক্ষোভকারীদের আশ্বস্ত করলেও তারা তাদের অবরোধ তুলে নেয়।




মঙ্গলবার এর এই বিক্ষোভ কর্মসূচির ছেড়ে প্রভাবিত হয় যান চলাচল দূরপাল্লার যানবাহন আটকে পড়ে 60 নম্বর জাতীয় সড়কে পড়ে ট্রাফিক পুলিশের সহায়তায় স্বাভাবিক হয় পরিস্থিতি। উল্লেখ্য গত রবিবার রাত্রে আসানসোলের বিজেপির রাজ্য মন্ডলীর সদস্য কৃষ্ণেন্দু মুখার্জির ওপর বেশ কিছু দুষ্কৃতী অতর্কিতে হামলা চালায় তারা তার গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে যদিও কোনক্রমে রক্ষা পান কৃষ্ণেন্দু মুখার্জি এই ঘটনার পর পুলিশ এ ঘটনার সঙ্গে যুক্ত থাকা দুষ্কৃতীদের যাতে অবিলম্বে গ্রেপ্তার করে তারই দাবিতে পশ্চিম বর্ধমানের অন্যান্য প্রান্তে বিক্ষোভ কর্মসূচির সাথে রানীগঞ্জের সাহেবগঞ্জ মোড়ে আসানসোল দক্ষিণ গ্রামের পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়। এদিনের এই কর্মসূচিতে বিজেপির পুরুষ সদস্যদের পাশাপাশি ব্যাপক সংখ্যায় মহিলা সদস্যরা অংশ নেয় এই পথ অবরোধে।