ASANSOL

আসানসোল পুরনিগমের নতুন পুর প্রশাসক হলেন অমরনাথ চট্টোপাধ্যায়, জিতেন্দ্র, অশোক কে সরিয়ে, তাব্বাসুম আরা এলেন

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৯ জানুয়ারিঃ আসানসোল পুরনিগমের নতুন পুর প্রশাসক হলেন অমরনাথ চট্টোপাধ্যায়, জিতেন্দ্র, অশোক কে সরিয়ে, তাব্বাসুম আরা এলেন। টানা কয়েক দিন ধরে চলা জল্পনার অবসান ঘটলো। শনিবার আসানসোল পুরনিগমের নতুন পুর প্রশাসক হলেন অমরনাথ চট্টোপাধ্যায়। শুক্রবার রাজ্য সরকারের পুর ও নগরোন্নয়ন দপ্তর এই ব্যাপারে একটি বিঞ্জপ্তি জারি করেছে।



অমরনাথ চট্টোপাধ্যায় আসানসোল পুরনিগমের বিদায়ী পুর বোর্ডের পুর চেয়ারম্যান ছিলেন। তিনি ছিলেন আসানসোল পুরনিগমের ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর। জানা গেছে, আগামী সোমবার তিনি পুর প্রশাসক পদের দায়িত্ব গ্রহণ করলেন।
অমরবাবু এই দায়িত্ব পাওয়ার পরে তার ওয়ার্ডের অনুগামী ও নেতা, কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষেরাও উচ্ছ্বসিত। তারা নিজেদের মধ্যে মিষ্টি মুখ করেন ও দেরীতে হলেও এতদিনে একদম যোগ্য ব্যক্তিকে পুরনিগমের শীর্ষ পদে বসানো হলো।
প্রসঙ্গতঃ, ২০২০ সালের ১৪ অক্টোবর আসানসোল পুরনিগমের ৫ বছরের মেয়াদ শেষ হয়। ১৫ অক্টোবর সেই পদে বসানো হয় প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি। যে পুর প্রশাসক বোর্ড করা হয়েছিলো , তার অন্যতম সদস্য ছিলেন অমরনাথ চট্টোপাধ্যায়।


কিন্তু, রাজনৈতিক পট পরিবর্তনের মধ্যে গত ১৬ ডিসেম্বর পুর প্রশাসক পদ থেকে আচমকাই ইস্তফা দেন জিতেন্দ্র তেওয়ারি। একইসঙ্গে তিনি তৃনমুল কংগ্রেসের জেলা সভাপতি সহ তৃনমুল কংগ্রেসের সঙ্গে তিনি সব সম্পর্ক ছিন্ন করেন। নাটকীয়ভাবে ঠিক দুদিন পরেই আবার তৃনমুল কংগ্রেসে ফিরে আসেন জিতেন্দ্র তেওয়ারি। কিন্তু আসানসোল পুরনিগমের পুর প্রশাসক ও দলের জেলা সভাপতির পদ জিতেন্দ্র তেওয়ারিকে ফিরিয়ে দেওয়া হয় নি। যা নিয়ে তৃনমুল কংগ্রেসের অন্দরে গত কয়েক দিন ধরে জল্পনা চলছিলো। পুর প্রশাসক পদে বসার জন্য অন্যদের সঙ্গে বড় দাবিদার ছিলেন অমরনাথ চট্টোপাধ্যায়। শেষ পর্যন্ত প্রায় তিন সপ্তাহ পরে তাকেই সেই পদে বসানো হলো ।
নতুন দায়িত্ব পাওয়ার পরে অমরবাবু বলেন, দল ও সরকার আমাকে যে দায়িত্ব দিয়েছে তা যথাযথ ভাবে পালন করার চেষ্টা করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *