আসানসোলের ৪৪ নং ওয়ার্ডে মন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে কম্বল বিতরণ
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :
রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে ৪৪ নম্বর ওয়ার্ডে কম্বল বিতরণ করল তৃণমূল কংগ্রেস । আসানসোল পৌরসভার ৪৪ নম্বর ওয়ার্ডের নয়া ধর্মশালায় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর উমা শ্রফের তত্ত্বাবধানে ৩০০ জন অভাবী মানুষের মধ্যে কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় । কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক।
অনুষ্ঠানে ভানু বোস, মুকেশ ঝা, বিমল জালান, মুকেশ শর্মা, দয়ানন্দ ঠাকুর, রিপ্পি ভার্মা এবং শতাধিক তৃণমূল কর্মী উপস্থিত ছিলেন।
ওই অনুষ্ঠানে মন্ত্রী মলয় ঘটক বলেন যে, বিজেপির প্রতি জনসাধারণ হতাশ হয়ে পড়েছে। বিজেপি কেবল মিথ্যা প্রতিশ্রুতি দেয়। বর্তমান সময়ে বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের নির্যাতন করা হচ্ছে। বহু বিজেপি নেতা ও কর্মী তৃণমূলে আসছেন এবং আমরা জনগণের সাথে সম্পর্ক রেখে চলেছি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের দরিদ্রদের সুবিধার্থে ৪৪ টি জনস্বার্থ প্রকল্প চালু করেছেন। করোনা মহামারী, লকডাউন এবং আম্ফানে আক্রান্তদের সহায়তার জন্য অবিরাম কাজ করে যাচ্ছেন। আমাদের প্রতি বাড়িতে রাজ্য সরকারের কাজ ছড়িয়ে দিতে হবে, প্রতিটি পরিবার রাজ্য সরকারের কাছ থেকে কিছু না কিছু সুবিধা অবশ্যই পেয়েছেন।