দূর্গাপুরে তরুণী মৃত্যু নিয়ে রাজনৈতিক টানাপোড়েন, দফায় দফায় থানা ঘেরাও, বিজেপির বিক্ষোভ
ধৃতর সাত দিনের পুলিশ রিমান্ড
বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়, দূর্গাপুর, ১০ জানুয়ারিঃ পশ্চিম বর্ধমান জেলার দূর্গাপুরে তরুণী মৃত্যুর ঘটনাকে ঘিরে উত্তেজনার পারদ ক্রমেই ছড়ছে। একইসঙ্গে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে রাজনৈতিক টানাপোড়েন । এই ঘটনার প্রতিবাদে রবিবার দফায় দফায় দূর্গাপুরের নিউটাউনশিপ থানা ঘেরাও করা হয়।




শুক্রবার রাতে নিউটউনশিপ থানার এমএএমসি হাসপাতালের সামনের মাঠ থেকে এক তরুণীর দেহ উদ্ধার করে দূর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় পুলিশ।মৃতার পরিবারের দাবি, তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। অভিযোগের আঙুল উঠে নিউটাউনশিপ থানার নবীন পল্লীর বাসিন্দা রাকেশ বাউড়ির দিকে।
শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে নিউটাউনশিপ থানায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি ছিলো, অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে ও শাস্তির ব্যবস্থা করতে হবে। নিউটাউনশিপ থানার পুলিশ অভিযুক্ত রাকেশ বাউরিকে গ্রেপ্তার করে।
কিন্তু রবিবার সকাল থেকে শুরু হয় নতুন করে উত্তেজনা। শুধু খুনের মামলা কেন? কেন অভিযুক্তর বিরুদ্ধে ধর্ষনের ধারায় মামলা করা হয় নি ,এই প্রশ্ন তুলে ফের সরব হয় মৃতার পরিবারের সদস্যরা । পরিবারের পাশে দাঁড়িয়ে রাজনীতির ময়দানে নামে বিজেপি মহিলা মোর্চা।
পশ্চিম বর্ধমান জেলার বিজেপির মহিলা মোর্চার সদস্যরা রবিবার নিউটাউনশিপ থানার সামনে শুরু করেন বিক্ষোভ। নেতৃত্বে ছিলেন রাজ্যের সহ সভানেত্রী মেহেফুজা খাতুন জেলা সভানেত্রী পাপিয়া পাল ও জেলা বিজেপির সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই। আন্দোলনকারীদের অভিযোগ ছিল, অভিযুক্ত রাকেশ বাউড়ির বাবা স্থানীয় তৃণমূল নেতা। তার জন্যই ধৃতর বিরুদ্ধে শুধু খুনের মামলা দিয়ে ধর্ষণের অভিযোগ চেপে যেতে চাইছে পুলিশ।
দুপুরে বিজেপির মহিলা মোর্চার আন্দোলন উঠে যায়। মৃতার বাড়িতে যান মহিলা মোর্চার সদস্যরা। তারা কথা বলেন মৃতার পরিবারের সদস্যদের সঙ্গে। কিন্তু বিকেলের পরে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠে। মৃতার পরিবারের সদস্য ও এলাকার বাসিন্দারা আবার নিউটাউনশিপ থানার সামনে এসে বিক্ষোভ শুরু করেন। বাকবিতন্ডা শুরু হয়ে যায় পুলিশ কর্মীদের সঙ্গে। তাদের দাবি ছিল, আগে ধর্ষণের সঙ্গে খুনের মামলা পুলিশ দায়ের করুক। লঘু ধারায় মামলা করে অভিযুক্ত সহজে ছাড়া পেয়ে যাবে এটা তারা হতে দেবেন না। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠে যে কমব্যাক্ট ফোর্স নামানো হয় থানায়। অভিযুক্ত শাস্তি পাবেই এই আশ্বাস দেওয়ার পর ঠে থানা ঘেরাও বিক্ষোভ । তবে আন্দোলনকারীরা হুমকি দিয়ে জানিয়েছেন, যদি লঘু ধারায় মামলা দায়ের করে পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা হয় ও অভিযুক্ত ছাড়া পেয়ে যায় তাহলে আরো বড় আন্দোলনে নামবেন তারা।
বিজেপির জেলা সভাপতির আত্মীয়র বিরুদ্ধে যে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে, তার বিচারের দাবিতে ধর্নায় বসুক তারা
দূর্গাপুর পুরনিগমের ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলার দেবব্রত সাঁই পাল্টা অভিযোগ করেন, বিজেপি মহিলা মোর্চার নেত্রীদের বলবো আগে বিজেপির জেলা সভাপতির আত্মীয়র বিরুদ্ধে যে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে, তার বিচারের দাবিতে ধর্নায় বসুক তারা। তারপর না হয় তারা প্রচারের আলোতে এসে সস্তার রাজনীতি করবেন। গোটা ঘটনায় রবিবার বলতে গেলে সারাদিন টানটান উত্তেজনা ছিলো দূর্গাপুরের নিউটউনশিপ থানা এলাকায়। এদিকে, এদিন ধৃত রাকেশ বাউরিকে দূর্গাপুর মহুকুমা আদালতে তোলা হলে বিচারক তার জামিন নাকচ ৭ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন।