শিল্পাঞ্চল জুড়ে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১২ জানুয়ারিঃ আসানসোল শিল্পাঞ্চল জুড়েই বিভিন্ন অনুষ্ঠান ও নানান কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবার স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জন্মদিন পালন করা হয় ।
রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক আসানসোলের কুলটির শাঁকতোড়িয়ার দলীয় অফিসে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন। পরে সেখানে তিনি কম্বল বিতরণ করেন। এক রক্তদান শিবিরের অনুষ্ঠানে যোগ দেন। উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের সদ্য দায়িত্ব নেওয়া পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় সহ আরো অনেকে ।
এছাড়াও এদিন আসানসোল রামকৃষ্ণ মিশনে এক অনুষ্ঠানে মন্ত্রী মলয় ঘটক ছাড়াও উপস্থিত ছিলেন,বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, স্বামী সোমাত্মানন্দ ও পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়। আসানসোলের বিএন আরে একটি অনুষ্ঠান হয় ।
এছাড়াও আসানসোলের বিভিন্ন ব্লকে আলাদা আলাদা করে একাধিক সংগঠনের উদ্যোগে বিবেকানন্দের জন্মদিন পালিত হয় নানান ধরনের কর্মসূচির মধ্য দিয়ে।
বারাবনি থেকে মনোজ শর্মা রিপোর্ট অন্যদিকে বারাবনি ব্লক
দোমোহানি বাজার বিবেকানন্দ সংঘ গ্রামীণ গ্রন্থাগারের পক্ষ থেকে আজ স্বামী বিবেকানন্দের 158 তম জন্মদিন পালন করা হলো এবারে প্রভাতফেরি সাংস্কৃতিক অনুষ্ঠান যেসব করা হতো মহামারী করুনার কারণে সব অনুষ্ঠান বন্ধ করে স্বামীজীর আবক্ষ মূর্তি তে মাল্যদান করা হল উপস্থিত ছিলেন গ্রন্থাগারিক তৈয়্যেব খান এছাড়া উপস্থিত ছিলেন শক্তিপদ দাস মহাশয় তারক নাথ চট্টোপাধ্যায় বিশিষ্ট লেখক হামিদা কাজী সমাজসেবী মোহাম্মদ সিরাজ ।