WBTSTA 70 জন ছাত্র-ছাত্রীদের সংবর্দ্ধনা দিল
বেঙ্গল মিরর, আসানসোল : WBTSTA বারাবনী ব্লকের পক্ষ থেকে 2020 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্র-ছাত্রী দের সম্বর্ধনা জ্ঞাপন করা হল WBTSTA জেলা সভাপতি রাজীব মুখোপাধ্য়ায় বলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর অনুপ্রেরণায় , পঃবঃ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি , বারাবনী ব্লকের পক্ষ থেকে 2020 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্র-ছাত্রী দের সম্বর্ধনা জ্ঞাপন করা হল । COVID পরিস্থিতিতে দেরী হলেও এই অনুষ্ঠান আয়োজন করার জন্য WBTSTA বারাবনী ব্লক নেতৃত্বকে ধন্যবাদ জানাই ।ধন্যবাদ জানাই মাননীয় অশোক রুদ্র মহাশয়কে এই ধরনের অনুষ্ঠান আয়োজনের উতসাহ প্রদানের জন্য । এই অনুষ্ঠানে 70 জন ছাত্র-ছাত্রীদের সংবর্দ্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন তুষার বয়্য়ানার্জি, মহেশ বিন্দ, অতনু মাইতি, জয়দেব বিশ্বাস প্রমুখ।



