ASANSOLBengali News

তরজায় জড়ালেন মন্ত্রী সাধন পান্ডে ও রাজ্য সভার সাংসদ স্বপন দাসগুপ্ত

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১৬ জানুয়ারিঃ তৃণমূল কংগ্রেস TMC ছেড়ে বিজেপিতে BJP যোগদান করা, বিজেপির যোগদান মেলা থেকে রাজ্যপাল তিন ইস্যুতে শনিবার রাজনৈতিক তরজায় জড়ালেন রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী, স্বনিযুক্ত ও ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্র সাধন পান্ডে এবং বিজেপির রাজ্য সভার সাংসদ স্বপন দাসগুপ্ত।


বিজেপির ইনটেলেকচুয়াল সেলের পথসভা

এদিন সকালে আসানসোলের বিএনআরে বিজেপির আসানসোল জেলা কমিটির উদ্যোগে বিজেপির ইনটেলেকচুয়াল সেলের একটি পথসভার আয়োজন করা হয়। সেখানে বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাসগুপ্ত ও বিজেপির ইনটেলেকচুয়াল সেলের রাজ্য আহ্বায়ক রন্তিদেব সেনগুপ্ত। সেখানে অন্যদের মধ্যে ছিলেন বিজেপির আসানসোল জেলার সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই ও সেলের জেলা আহ্বায়ক ও কো-আহ্বায়ক।

রাজ্য সরকারের সবলা মেলা


অন্যদিকে, আসানসোলের এসবি গরাই রোডের বুধা পিএনটি ময়দানে শনিবার থেকে শুরু হলো রাজ্য স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তরের উদ্যোগে পশ্চিম বর্ধমান জেলা সবলা মেলা। এদিন বিকালে এক অনুষ্ঠানে সেই মেলার উদ্বোধন করেন মন্ত্রী সাধন পান্ডে।


মন্ত্রী এক প্রশ্নের উত্তরে বলেন, বিজেপিতে তৃনমুল কংগ্রেস ছেড়ে যারা যাচ্ছে ও ঐ দলের যোগদান মেলা হচ্ছে সেই ব্যাপারে বলতে পারবেন রাজ্যপাল জগদীপ ধনকড়। আমি এই ব্যাপারে বিশেষ কিছু বলতে পারবো না।


এই ব্যাপারে সাংবাদিকদের বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাসগুপ্ত বলেন, মন্ত্রীর কথাটা বুঝলাম না। রাজ্যপাল কেন জানবেন বা বলবেন। আমি বলছি, এখন বিজেপিতে যারা আসছেন তারা মুলতঃ তিনটি কারণে আসছেন। প্রথম, একদল হাওয়া কোনদিকে বইছে বা বইতে পারে সেই বুঝে বিজেপিতে আসছেন। দ্বিতীয়, একদলের মন ও মানসিকতার পরিবর্তন হয়েছে, তাই তারা তৃনমুল কংগ্রেস বা অন্যদল ছেড়ে আসছেন। আর সবশেষে তৃতীয়, মিসকল করে বিজেপিতে আসছেন।

স্বপনবাবু বলেন, আমাদের দলে সবাইকেই স্বাগত। মন্ত্রী সাধন পান্ডেও আসতে পারেন। তাকেও স্বাগত জানাচ্ছি। কিন্তু মনে রাখতে হবে, বিজেপিতে অতো সহজে টিকিট পাওয়া যায় না। আমাদের দলে টিকিট নেওয়ার একটা পদ্ধতি আছে। কে টিকিট পাবে,তা পার্লামেন্টীয় বোর্ড ঠিক করে।


সবলা মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী সাধন পান্ডে বিজেপির রাজ্যসভার সাংসদের উদ্দেশ্যে বলেন, আমাকে রামকৃষ্ণ মিশন সেখানে যোগ দেওয়ার জন্য ডাকেন। অনেক জায়গার অনেক সংগঠন আমাকে ডাকে। তা বলে কি সব জায়গায় যাওয়া যায়? যেখানে মানুষের হয়ে কাজ করতে পারি, সেখানে আছি। এখানেই থাকবো।

সবলা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক, আসানসোল পুরনিগমের পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়, আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান বিধায়ক তাপস বন্দোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *