নিয়ামতপুর থেকে শুরু DYFI ও SFI এর হুংকার রেলি
উপস্থিত রাজ্য DYFI সভানেত্রী মীনাক্ষী মুখার্জী
বেঙ্গল মিরর, নিয়ামতপুর ঃ কুলটি জোনাল DYFI ও SFI এর যৌথ উদ্দোগে দুই দিন ব্যাপি কুলটির বিভিন্ন যায়গায়া হুংকার রেলির ডাকে আজ প্রথম দিন অর্থাৎ 16ই জানুয়ারি নিয়ামতপুর
CPIM পার্টি কার্যালয় থেকে এই হুংকার রেলি আরম্ভ করা হয় । এতে মুখ্যরূপে সামিল হোন DYFI এর রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখার্জী এবং সঙ্গে উপস্থিত ছিলেন
বিনোদ সিংহ পশ্চিম বর্ধমান জেলা সহ সভাপতি dyfi , বিশ্বনাথ বাউরী , প্রিয়নাথ ঘোষ , মনোজ রজক , সুভাষ মন্ডল প্রণয় বিকাশ ধারা , অনিকেত মন্ডল , সহ অনেকে । এই বিষয়ে মীনাক্ষী মুখার্জী বলেন যে আজ এবং আগামি কাল 16-17 জানুয়ারিতে কুলটির বিভিন্ন জায়গায় দুই দিন ব্যাপি হুংকার রেলি করা হবে কেন্দ্র ও রাজ্য সরকারের সাথে সাথে স্থানীয় পুলিশ প্রশাসনে বিরুদ্ধে এক গুচ্ছ দাবি নিয়ে এই রেলি ।