ASANSOLBengali News

Asansol জেলা সবলা মেলা এবং আদিবাসী ও লোকসংস্কৃতি উৎসবের উদ্বোধনে রাজ্যের দুই মন্ত্রী সাধন পান্ডে ও মলয় ঘটক

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১৬ জানুয়ারিঃ আসানসোলের এসবি গরাই রোডের বুধা পিএনটি ময়দানে শনিবার থেকে শুরু হলো রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তরের উদ্যোগে জেলা সবলা মেলা। সহযোগিতা করেছে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন। এদিন বিকালে এক অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে এই মেলার উদ্বোধন করেন রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি এবং ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী সাধন পান্ডে।


অন্যদের মধ্যে ছিলেন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক, আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান বিধায়ক তাপস বন্দোপাধ্যায়, আসানসোল পুরনিগমের পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় সহ রাজ্য ও জেলার প্রশাসনিক আধিকারিকরা।


মন্ত্রী সাধন পান্ডে বলেন, আমার দপ্তর রাজ্যের ১ কোটি মহিলাকে বিভিন্ন গোষ্ঠীর সাহায্যে আয়ের রাস্তা দেখিয়েছে। আরো ১ কোটি মহিলাকে গোষ্ঠীতে আনার চেষ্টা করছি। এটা মনে রাখতে হবে, বাড়ির মহিলা স্বনির্ভর হলে, একদিকে সংসার বাঁচবে, অন্যদিকে সমাজ ও দেশ এগোবে। দপ্তর বেশকিছু প্রকল্পও হাতে নিয়েছে। তিনি আরো বলেন, আসানসোলে একটা কনজিউমার কোর্ট করার ভাবনা রাজ্য সরকারের রয়েছে। আগে পুরনো বর্ধমান জেলায় একটা কনজিউমার কোর্ট করা হয়েছে। কিন্তু, জেলা ভেঙে পূর্বে ও পশ্চিম বর্ধমান জেলা হয়েছে। তাই এখন পশ্চিম বর্ধমান জেলায় একটা কনজিউমার কোর্ট করার ভাবনা রয়েছে। ২ হাজার বর্গফুটের একটা জায়গা পাওয়া গেলেই, কোর্ট শুরু করে দেবো। এই মেলা আগামী ২১ জানুয়ারি পর্যন্ত চলবে। এই মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন জিনিসের প্রদর্শনী ও স্টল করা হয়েছে।


অন্যদিকে, এদিন জেলা আদিবাসী ও লোকসংস্কৃতি উৎসব শুরু হলো আসানসোলের কালিপাহাড়ির বাংলাপাড়া ফুটবল ময়দানে । উদ্বোধন করেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক । উপস্থিত ছিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি । এই উৎসব চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *