জেলায় করোনা ভ্যাকসিন নেওয়ার সংখ্যা বাড়লো
পঞ্চম দিনে নিলেন ৬৭৬ জন
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২২ জানুয়ারিঃ জেলায় করোনা ভ্যাকসিন নেওয়ার সংখ্যা বাড়লো, লক্ষ্য মাত্রা ছিলো ১ হাজার। তারমধ্যে শুক্রবার প্রথম পর্যায়ের পঞ্চম দিনে পশ্চিম বর্ধমান জেলার ১০ টি কেন্দ্র থেকে করোনার ভ্যাকসিন নিলেন ৬৭৬ জন। বৃহস্পতিবার চতুর্থ দিনে নিয়েছিলেন ৬৬০ জন। তার মধ্যে জেলার লাউদোহা রুরাল হাসপাতালে এদিন সবচেয়ে বেশি ১৩১ জন ভ্যাকসিন নিয়েছেন। এদিন পশ্চিম বর্ধমান জেলায় প্রথম পর্যায়ে ভ্যাকসিন নেওয়ার পঞ্চম দিন ছিলো।
এর আগে তিনদিনে ১৬ জানুয়ারি ৩২৬ জন, ১৮ জানুয়ারি ৩৯৪ জন ও ১৯ জানুয়ারি ৩৭৩ জন এই জেলায় ভ্যাকসিন নিয়েছেন। তবে বৃহস্পতিবার জেলার নতুন চারটি কেন্দ্র থেকে ভ্যাকসিন দেওয়া হয়। এর আগে প্রথম তিনদিন জেলার ৬টি জায়গা থেকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।
এদিন আসানসোল জেলা হাসপাতালে ১০৬ জনকে ভ্যাকসিন দেওয়া হয়। তবে এদিন ২০০ জনের নাম নথিভুক্ত ছিলো। জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে প্রায় ৭৫০ জনের নাম ভ্যাকসিন নেওয়ার জন্য নথিভুক্ত করা হয়েছে। শুক্রবারের পাশাপাশি আগামী ২৫ জানুয়ারি ও ২৯ জানুয়ারি জেলা হাসপাতালে ভ্যাকসিন দেওয়া হবে।
এদিন জেলার আটটি কেন্দ্র থেকে ভ্যাকসিন নেওয়ার সংখ্যা এই রকম দূর্গাপুর মহকুমা হাসপাতালে ১১৬ জন, উখড়া খান্দ্রায় ৩৪ জন, পানাগড়ে ৮০ জন, দূর্গাপুরের সৃজনী হলে ৫৮ জন, রানিগঞ্জে ৭ জন, আসানসোলের দিলদার নগরে পুরনিগমের স্বাস্থ্য কেন্দ্রে ৩৪ জন, জামুড়িয়ার বাহাদুরপুরে ১৯ জন ও সালানপুরের পিঠাইকেয়ারিতে ৯১ জন।