ASANSOLBengali News

জেলার বিধানসভার বিজেপি মহিলা মোর্চার মন্ডল সভাপতিদের ঘোষণা

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :
আগামী ২০২১ বিধানসভা নির্বাচনের আগে জেলায় বিজেপি মহিলা মোর্চার সংগঠন সম্পর্কিত গুরুত্বপূর্ণ ঘোষণা। বিজেপির মহিলা মোর্চার জেলা সভাপতি পাপিয়া পাল জেলার সবকটি বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতির নাম ঘোষণা করেছেন। যদিও কয়েকটি বিধানসভার কয়েকজন মন্ডল সভাপতির নাম পরে ঘোষিত হবে বলে খবর পাওয়া গিয়েছে।

বিজেপি মহিলা মোর্চা
list

List
বিজেপি মহিলা মোর্চার মন্ডল সভাপতিদের তালিকা

কুলটি বিধানসভা কেন্দ্রে মন্ডল ১ সভাপতি হলেন মৌসুমী লায়েক, মন্ডল ২ সভাপতি মৌসুমী মুদি, মন্ডল ৩ সভাপতি সোনালী বাউরি, মন্ডল ৪ সভাপতি হলেন সোমা মন্ডল।

বারাবনি বিধানসভা কেন্দ্রের মন্ডল ১ সভাপতি হলেন কবিতা বাউরি, মন্ডল ২ সভাপতি রুম্পা গড়াই, মন্ডল ৩ সভাপতি সুন্দরী টুডু, মন্ডল ৪ সভাপতি প্রতিমা ধীবর, মন্ডল ৫ সভাপতি হলেন সুমিতা বাউরি।

আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মন্ডল ১ সভাপতি হলেন লিলি মোদক, মন্ডল ২ সভাপতি টিনা দে, মন্ডল ৩ সঙ্গীতা চৌহান, মন্ডল ৪ সভাপতি হলেন বাণী চক্রবর্তী।

আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের মন্ডল ১ সভাপতি হলেন প্রতিমা কুশওয়াহা, মন্ডল ২ সভাপতির নাম পরে ঘোষিত হবে, মন্ডল ৩ স্বপ্না মুখার্জি, মন্ডল ৪ সভাপতি ববিতা রায় রাউথ।

রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের মন্ডল ১ সভাপতি হলেন পুনম বিশ্বকর্মা, মন্ডল ২ সভাপতি গীতাঞ্জলি শর্মা, মন্ডল ৩ এবং মন্ডল ৪ সভাপতির নাম পরে ঘোষণা করা হবে।

জামুরিয়া বিধানসভা কেন্দ্রের মন্ডল ১ সভাপতি হলেন সুনন্দা চক্রবর্তী, মন্ডল ২ সভাপতি নীলিমা পাল, মন্ডল ৩ সভাপতি রোমা গড়াই, মন্ডল ৪ সভাপতি ছন্দা গাঙ্গুলী।

পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের মন্ডল ১ সভাপতি হলেন নয়ন রায়, মন্ডল ২ সভাপতি মীরা বাউরি, মন্ডল ৩ সভাপতি বালিকা বাউরি, মন্ডল ৪ সভাপতি জিতা লাহা।

দুর্গাপুর (পূর্ব) বিধানসভা কেন্দ্রের মন্ডল ১ সভাপতি হলেন মিতালী হাজরা, মন্ডল ২ সভাপতি পূর্ণিমা পণ্ডিত, মন্ডল ৩ সভাপতি কল্যাণী চক্রবর্তী, মন্ডল ৪ সভাপতি জয়া চ্যাটার্জী।

দুর্গাপুর (পশ্চিম) বিধানসভার
মন্ডল ১ সভাপতি হলেন সোমা গড়াই, মন্ডল ২ সভাপতি সুস্মিতা দাস , মন্ডল ৩ সভাপতি পূর্ণিমা শীল, মন্ডল ৪ সভাপতি হলেন সরস্বতী রুইদাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *