BARABANI-SALANPUR-CHITTARANJANBengali News

সালানপুর ব্লকের আদিবাসী মেলার উদ্বোধন

বেঙ্গল মিরর, মনোজ শর্মা, সালানপুর:-সালানপুর ব্লকের উত্তরামপুর জিৎপুর গ্রাম পঞ্চায়েতের অন্ত র্গত ঘিয়াডোবা ফুটবল ময়দানে অনুষ্ঠিত হয় তিনদিন ব্যাপী আদিবাসী মেলার।এই আদিবাসী মেলার উদ্বোধন করেন বারাবনি বিধান উপাধ্যায় সহ সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,জেলা পরিষদ কর্মদক্ষ মহম্মদ আরমান, সালানপুর ব্লক আধিকারিকা অদিতি বসু।


এই আদিবাসী মেলার শুভ উদ্বোধন করা হয় সিধুকানু চিত্রে মাল্যদান করে, ফিতে কেঁটে ও প্রদীপ উজ্জ্বলন করে আদিবাসী নৃত্যের মাধ্যমে।তাছাড়া এই মেলার মাধ্যমে আদি বাসী সম্প্রদায়ের গ্রামের বিশিষ্ট মোড়লদের ও সমাজসেবকদের ফুলের তোড়া দিয়ে সম্মানিত করা হয়।যেখানে এই মেলা মঞ্চ থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের হাতে স্বাস্থ্যসাথী কার্ড,কৃষকদের কৃষাণ ক্রেডিট কার্ড, জয়জোহার পেনশন কার্ড,বিধবা পেনশন সহ সরকারি বিভিন্ন প্রকল্পের সংখ্যা পত্র তুলে দেওয়া হয়।


এই আদিবাসী মেলার প্রসঙ্গে বারাবনি বিধায়ক বিধান বাবু বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আদিবাদী সম্প্রদায়ের প্রতিটি মানুষকে খুব ভালোবাসেন ও সম্মান করেন।তাই করোনার আবহাওয়া মনে রেখে সরকারি সমস্ত নিয়ম মেনে তিনদিন ব্যাপী এই মেলার আয়ো জন করা হয়েছে।এই মেলায় আদিবাসী সম্প্রদায়ের নৃত্য,গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।তাছাড়া এই মেলায় সরকারি প্রকল্পের বিভিন্ন ধরনের স্টল করা হয়েছে।
তাছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী তথা সালান পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধা রণ সম্পাদক ভোলা সিং,উত্তরাম পুর জিৎপুর গ্রাম পঞ্চায়েত প্রধান তাপস চৌধুরী,উপ প্রধান বন্দনা মণ্ডল,সদস্য সুজিত মোদক,অপর্ণা রায়,রাসমণি বেশরা,শকুন্তলা মারান্ডি,জয়রাম হাঁসদা,লক্ষিন্দর টুডু সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *