BARABANI-SALANPUR-CHITTARANJANBengali News

সালানপুর ব্লকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন

বেঙ্গল মিরর, মনোজ শর্মা, সালানপুর: সালানপুর ব্লকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় বৃহস্পতিবার দিন সালানপুর ব্লকের তিনটি ঢালাই রোড ও একটি রূপনারায়ণপুর বাজারে সুলভ শৌচালয় উদ্বোধন করেন বারাবনির বিধায়ক।

এই রাস্তা গুলো সালানপুর পঞ্চায়েত সমিতির মাধ্যমে এনআরজিএস এর পক্ষ থেকে তৈরি করা হচ্ছে যথারীতি আছড়া পঞ্চায়েতের অন্তর্গত শ্রী শ্রী কৃষ্ণ পল্লী 12 লক্ষ টাকা রাস্তা তৈরি করা হবে, রূপনারায়ণপুর পঞ্চায়েতের অন্তর্গত হিন্দুস্তান কেবলস শাস্ত্রী পাড়ায় 15 লক্ষ টাকা ব্যয় করে রাস্তা তৈরি করা হবে ও জোর বাড়ি এলাকায় 14 লক্ষ টাকা ব্যয় করে রাস্তা তৈরি করা হবে সর্বশেষে রুপনারায়নপুর সবজি বাজারে বহুদিনের চাহিদা ছিল একটি সুলভ শৌচালয় তারি আজ শুভ উদ্বোধন হয় পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে তিন লক্ষ টাকা ব্যয় করে এ শৌচাগার টি তৈরি করা হয়।

এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি, সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র ,জেলা পরিষদের কর্মদক্ষ ও সালানপুর তৃণমূল কংগ্রেসের সম্পাদক মোঃ আরমান, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং রূপনারায়ণপুর বাজার কমিটির সেক্রেটারি নিরাপদ পাল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply