ASANSOLSPORTS

রাজ্য শুটিং চ্যাম্পিয়নশিপ : অভিনবের নতুন রেকর্ড

বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য, আসানসোল। রবিবার ৫৩তম রাজ্য শুটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা আসানসোলে শেষ হলো আসানসোল চাঁদমারি রাইফেল ক্লাব রেঞ্জে। এই প্রতিযোগিতায় ১০ মিটার এয়ার রাইফেলে সিনিয়ার, জুনিয়র, ইউৎ এবং ক্যাডেট চারটি বিভাগে আসানসোলের অষ্টম শ্রেণীর স্কুল ছাত্র অভিনব স্বর্ণ পদক লাভ করে । একইসঙ্গে অতীতের রেকর্ড ভেঙে সে ৪০০পয়েন্টের মধ্যে ৩৯৯ পয়েন্ট পেয়ে  নতুন রেকর্ড করে। এর আগে সে জাতীয় স্তরে স্বর্ণপদক লাভ করে এবং খেলো ইন্ডিয়াতেও স্বর্ণপদক পেয়েছে। মহিলাদের বিভাগে হুগলির আয়ুশি পোদ্দার ৩৯৭ পয়েন্ট পেয়ে স্বর্ণ পদক লাভ করে। কলকারার মেহুলি ঘোষ  রৌপ্যএবং মহিলাদের বিভাগে সোহানি রানা ব্রোঞ্জ পদক লাভ করে।

ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের অন্যতম আধিকারিক বিকে ঢল জানান এই প্রতিযোগিতায় এবার সারা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ৫৫০ জন প্রতিযোগী যোগ দিয়েছিল। এবারই প্রথম রাজ্য পুলিশের একটি দল প্রতিযোগিতায় যোগ দেয় ।অভিনব নতুন রেকর্ডের তিনি প্রশংসা করেন। এখানে পুরস্কার বিতরণী উৎসবে উপস্থিত ছিলেন সেইল আইএসপির সিইও এভি কমলাকর, এসডিও দেবজিত গাঙ্গুলি, আসানসোল-দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়, পৌর প্রশাসক প্রধান অমরনাথ চট্টোপাধ্যায় ,মহকুমা শাসক দেব জিৎ গঙ্গোপাধ্যায় প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *