পানীয় জলের দাবিতে পথ অবরোধ
বেঙ্গল মিরর, মনোজ শর্মা,বারাবনি :- বারাবনি ব্লকের Puchra গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নতুনডি গ্রামে পানীয় জলের দাবিতে আইসিএমএল এর লিংক রোড পথ অবরোধ করল গ্রামবাসীরা,বেশ কয়েক মাস ধরে পানীয় জলের সংকট দেখা দিয়েছে এই গ্রামে বারবার পঞ্চায়েতে জানিয়ে ও এখন অব্দি কোনো সুরাহা না হওয়ায় আজকে গ্রামের মহিলারা রাস্তায় নেমে ডাম্পার ও বিভিন্ন যানবাহন আটকে বিক্ষোভ দেখায়।