ASANSOLBengali News

আসানসোলে গণ বিবাহের আয়োজন

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : আসানসোলের এনএস রোডের ধর্মশালায় রবিবার তৃণমূল কংগ্রেস আসানসোল উত্তর ব্লক গণ বিবাহ কমিটি একটি গণ বিবাহের আয়োজন করে। ১৩ জন দম্পতি ওই অনুষ্ঠানে বিবাহিত হয়। এদের মধ্যে সংখ্যা লঘু সম্প্রদায়ের দম্পতিরাও ছিলেন।আসানসোল পুরনিগমের পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় অন্যান্য অতিথিরা এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এই গণবিবাহ অনুষ্ঠানের আগে একটি বিশাল মিছিলও করা হয়। কমিটির চেয়ারম্যান অভিজিৎ ঘটক বলেন , এই বছর এখানে মোট ১৩ জন দম্পতি বিয়ের ব্যবস্থা করা হয়েছে। সব রীতি মেনেই বিয়ের ব্যবস্থা করা হয়েছে। কমিটির পক্ষ থেকে উপহার হিসাবে সমস্ত দম্পতিকে আসবাবপত্র ও অন্যান্য জিনিস দেওয়া হয়।


এদিনের অনুষ্ঠানে তৃনমুল যুব কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি রূপেশ যাদব, বিনোদ গুপ্ত, আসানসোল চেম্বার অফ কমার্সের সভাপতি নরেশ আগরওয়াল, ব্লক সভাপতি গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় , প্রাক্তন কাউন্সিলর উমা সরফ, ডাঃ সুনীল গুপ্ত, তৃনমুল কংগ্রেসের নেতা গোপাল বিজয়বর্গী, রাকেশ কেডিয়া, পিন্টু গুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *