বাবুলের সঙ্গে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের ছবি ভাইরাল
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :



বাবুলের সাথে প্রাক্তন টিএমসির কাউন্সিলরের ছবি ভাইরাল হয়েছে। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ও প্রাক্তন জেলা নেতা অভিজিৎ আচার্য বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা তীব্র হয়ে উঠেছে। আসানসোল সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ের সাথে তাঁর ছবি ভাইরাল হওয়ার পরে জল্পনা করা হচ্ছে যে শিগগিরই তিনি বিজেপিতে যোগ দিতে পারেন।

লক্ষণীয় বিষয় হল, আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির সাথে অভিজিৎ আচার্য এবং অমিত তুলসিয়ানও তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেছিলেন। তারা দু’জনই ২০১৫ সালে একটি কংগ্রেসের টিকিটে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন, পরে দুজনেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। দুজনেই জিতেন্দ্র তিওয়ারির ঘনিষ্ঠ ছিলেন।
জিতেন্দ্র তিওয়ারি ফিরে আসেন তৃণমূল কংগ্রেসে। তবে এই দুজনের গতিবিধি নিয়ে এখনও সন্দেহ রয়েছে। বাপ্পার বাবুলের সাথে ছবি ভাইরাল হবার পর জল্পনা তুঙ্গে। এটি প্রায় পরিষ্কার যে অভিজিৎ আচার্য ওরফে বাপ্পার নতুন বাড়ী ভারতীয় জনতা পার্টি হতে পারে। তবে বাপ্পা বা বিজেপি কেউই আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু বলেননি।
এ ব্যাপারে অভিজিৎ আচার্য কে ফোন করা হলে তিনি বলেন সাংসদ একজন জনপ্রতিনিধি। সেই কারণে তিনি কোনো রোগীর চিকিৎসা সংক্রান্ত বিষয়ে দেখা করতে গিয়েছিলেন।