ASANSOLBengali News

SAFE DRIVE-SAVE LIFE সচেতনতা অভিযান

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :
SAFE DRIVE SAVE LIFE সচেতনতা অভিযান। সোমবার জাতীয় সড়ক সুরক্ষা সপ্তাহ প্রচার অভিযান আসানসোল শহরের হটন রোড মোড়ে আসানসোল সাউথ ট্র্যাফিক গার্ডের পক্ষ থেকে আয়োজন করা হয়।আসানসোল সাউথ ট্র্যাফিক গার্ডের ওসি তাপস দুবের নেতৃত্বে সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়। এরই সঙ্গে ট্র্যাফিক সচেতনতার জন্য মাইকিংও করা হয়।

ট্রাফিক গার্ডের ওসি তাপস দুবের নেতৃত্বে পুলিশ আধিকারিক ও কর্মীদের দ্বারা যানবাহনে সচেতনতামূলক বার্তা লেখা স্টিকার লাগানো হয়। সমস্ত বাইক ও স্কুটি চালককে হেলমেট পরে গাড়ি চালাতে বলা হয়। ট্র্যাফিক নিয়ম মেনে চলার আবেদনও করেন ট্রাফিক ওসি।

SAFE DRIVE-SAVE LIFE

Leave a Reply